১২ জুলাই সকালে উত্তর ইস্রাইলের সীমান্ত এলাকায় ইস্রাইলী প্রতিরক্ষা বাহিনী ও লেবাননের হেজবুল্লাহ-এর সশস্ত্র ব্যক্তিদের মধ্যে তুমুল লড়াই হয়েছে ।
জানা গেছে, একইদিন লেবাননের হেজবল্লাহের সশস্ত্র ব্যক্তিরা ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইস্রাইলের দখলকৃত শেবা খামারের ওপর প্রায় ৩০টি রকেট বোমা নিক্ষেপ করেছে , এতে কয়েক জন আহত হয়েছে । পরে ইস্রাইলী বাহিনী প্রতিশোধ হিসেবে লেবানন সীমান্তের গ্রামাঞ্চলের ওপর প্রায় ২০টি বোমা নিক্ষেপ করেছে । লেবাননের হেজবল্লাহ্ও উত্তর ইস্রাইলের সীমান্ত গ্রামঞ্চলের ওপর রকেট বোমা নিপেক্ষ করেছে । বর্তমানে দু'পক্ষের লড়াই অব্যাহত রয়েছে ।
ইস্রাইল পক্ষ ঘোষণা করেছে যে, একইদিন উত্তর সীমান্ত এলাকার ওপর হেজবুল্লাহর চালানো হামলায় ৪জন নিরীহ লোক আহত হয়েছে ।
|