পেইচিং পুরাকীর্তি ব্যুরো সূত্রে জানা গেছে, ২০০০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পেইচিং পুরাকীর্তি বিভাগ প্রতিবছর ৩০টি করে মন্দির মেরামত করা হচ্ছে । ২০০টিও বেশী মন্দির মেরামতের কাজ সম্পন্ন করবে।
পেইচিং-এর ৩ হাজারেরও বেশী সময়কালের মধ্যে চীনের বিভিন্ন রাজবংশ মোট ১৫০০ বছর ধরে মন্দির নির্মাণ করেছে। এই সংখ্যা দেশের মধ্যে সবচেয়ে বেশী। অনেক বছর মেরামত না করা এবং প্রাকৃতিক দুর্যোগের জন্যে মন্দিরের অবস্থা অনেক খারাপ হয়েছে।
জানা গেছে, এবারকার মেরামতে সরকার মোট ৯০ কোটি ইউয়ান পুঁজিবিনিয়োগ করবে।
|