v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-07-12 15:11:04    
নাইরোবী কনফুসিয়াস ইন্সটিটিউটে চীনা ভাষা প্রতিযোগিত

cri
    ৩১ মে ছিল চীনের ঐতিহ্যিক উত্সব – তুয়ান উ উত্সব । এই বিশেষ উত্সবে পঞ্চম চীনা ভাষা সেতু নামক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর চীনা ভাষা প্রতিযোগিতার কেনিয়া অঞ্চলের বাছাইমূলক প্রতিযোগিতা নাইরোবির কনফুসিয়াস ইন্সটিটিউটে শুরু হয়েছে । আজকের সংস্কৃতি সম্ভার আসরে এই প্রতিযোগিতা সম্বন্ধে শ্রোতাবন্ধুদের কিছু বলছি ।

    কেনিয়ায় এই প্রথমবার ' চীনা ভাষা সেতু ' নামক চীনা ভাষা প্রতিযোগিতার বাছাইমূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । এই বাছাইমূলক প্রতিযোগিতার উদ্যোক্তা প্রতিষ্ঠান—নাইরোবী কনফুসিয়াস ইন্সটিটিউটট হচ্ছে আফ্রিকা মহাদেশে চীনের প্রতিষ্ঠিত প্রথম কনফুসিয়াস ইন্সটিটিউট । তাই এই বাছাই প্রতিযোগিতার বিশেষ তাত্পর্য আছে ।

    এই প্রতিযোগিতায় প্রত্যেক প্রতিযোগীকে চীনা ভাষায় বক্তৃতা দিতে হবে , চীনের সংস্কৃতি সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে হবে এবং নিজের শৈল্পিক নৈপুন্য প্রদশর্ন করতে হবে । প্রাথমিক প্রতিযোগিতায় বিজয়ী নয়জন প্রতিযোগী এই বাছাই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন । তারা সবই নাইরোবী কনফুসিয়াস ইন্সটিটিউটের ছাত্রছাত্রী । যদিও তারা মাত্র তিন মাস চীনাভাষা শিখেছেন , তবে ইন্সটিটিউটের শিক্ষকদের সাহায্যে তারা চীনা ভাষায় বক্তৃতা দিতে পারে এবং চীনের সংস্কৃতি সম্বন্ধে অনেক বই পড়েছেন । বক্তৃতায় তারা চীনের অভিলেখন , ঐতিহ্যিক উ সু বক্সিং আর ২০০৮ সালের ওলিম্পিক গেম্সসহ নানা বিষয়ে নিজের মত প্রকাশ করেছেন ।

    চীন আন্তর্জাতিক বেতারের বিশ্বস্ত শ্রোতা লেনা ক্রিস্টিনা তার বক্তৃতায় সি- আর- আইয়ের অনুষ্ঠানের প্রতি তার ভালোবাসা আর নিজের চোখে চীনের মনোরম দৃশ্য দেখার আকাংখা প্রকাশ করেছেন । তিনি বলেছেন , সি- আর- আইয়ের স্ওয়াহিরি ভাষার অনুষ্ঠানে ঘোষকঘোষিকার আমার মাতৃভাষা -- সওয়াহিরি ভাষার সুন্দর কথা শুনে আমি সত্যিই মুগ্ধ হয়েছি । আমি তাদের আপন মনে করি । স্বাভাবিকভাবেই আমি চীনের এই অনুষ্ঠান নিয়মিতভাবে শুনতে শুরু করেছি । এখন আমি সি আর আইয়ের পুরনো শ্রোতা হয়েছি । আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান হলো ভ্রমণের অনুষ্ঠান । অনুষ্ঠানে ঘোষিকার মিষ্টি কন্ঠ যেন আমার জন্য একেকটি সুন্দর ছবি বণর্না করছেন । চোখ বুজে আমি যেন পবর্ত ও সাগর পার হয়ে দূরদূরান্তের চীনে গিয়েছি । আমি যেন চীনের মহাপ্রাচীরে দাড়াই । হলুদ নদী যেন আমার কানের পাশে গজর্ন করছে ।

    প্রতিযোগী নজেরি তার বক্তৃতায় এ বছরের এপ্রিল মাসের শেষ দিকে চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের কেনিয়া সফরকালে নাইরোবীর কনফুসিয়াস ইন্সটিটিউটে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করেছেন । প্রেসিডেন্ট হু চিন থাওয়ের সঙ্গে সাক্ষাত্কালে নজেরি ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কথা বলেছেন এবং চীনা ভাষায় প্রেসিডেন্ট হুর সঙ্গে কথাবার্তা করেছেন । নজেরি বলেছেন , আমি ভাবতেও করতে পারি না যে প্রেসিডেন্ট হুর ব্যবহার এতো আন্তরিক হবে । তিনি আমাদের ইন্সটিটিউটের প্রত্যেক শিক্ষক ও ছাত্রের সঙ্গে করমর্দন করেছেন । কনফুসিয়াস ইন্সটিটিউটের ছাত্রছাত্রীরা চীনের প্রেসিডেন্টের সাক্ষাত পেয়ে নিজেকে ধন্য মনে করেন । আমরা জানি চীনা ভাষা শেখা আমাদের জীবনের একটি সঠিক সিদ্ধান্ত । আমরা আশা করি একদিন আমরা চীনে যাওয়ার সুযোগ পাবো । চীনের উজ্জ্বল ও সমৃদ্ধ সংস্কৃতি আমরা নিজের চোখে দেখতে পারবো ।

    প্রতিযোগিতায় নিজের শৈল্পিক নৈপুণ্য দেখানোর সময় প্রতিযোগীরা চীনা গান গেয়েছেন , প্রাচীন চীনের থান রাজবংশের বিখ্যাত কবির কবিতা আবৃত্তি করেছেন , চীনের অভিলেখন লিখেছেন , ছবি একেঁছেন এবং পেপার কাট দেখিয়েছেন । একজন প্রতিযোগী চীনা ভাষায় থান রাজবংশের বিখ্যাত কবি লি পাইয়ের একটি কবিতা আবৃত্তি করেছেন । আমি বিছানার সামনে দাড়াই , পূর্ণিমা চাদেঁর আলোতে মাটি যেন তুষারপাতে সাদা হয়েছে । মাথা উচু করে পূর্ণিমার দিকে তাকাই , দূরদূরান্তের জন্মস্থানের কথা মনে পড়ে । এই কবিতা আবৃত্তি উপস্থিত সকলকে মুগ্ধ করেছে । এই বাছাইমূলক প্রতিযোগিতায় অংশ নেয়া ছাত্রছাত্রীরা তাদের বক্তৃতা ও পরিবেশন করা নাচগানে চীন ভাষা ও চীনের সংস্কৃতির প্রতি তাদের ভালোবাসা ব্যক্ত করেছেন । বিচারক কমিটি পর্যালোচনার পর প্রতিযোগিতার বিজয়ীর নাম স্থির করে । বিচারক কমিটির চেয়ারম্যান , কেনিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কো ছুন লি বিজয়ীর নাম ঘোষণা করেছেন । তিনি ঘোষণা করেন এই প্রতিযোগিতায় ছাত্রী রুথ নজেরি চ্যাম্পীয়ন হয়েছেন । রাষ্ট্রদূত কো ছুন লি নজেরির হাতে পুরস্কার বিতরণ করেন এবং তাকে আরো ভালোভাবে চীনা ভাষা আয়ত্ত করতে উত্সাহ দেন । পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় রাষ্ট্রদূত কো ছুন লি প্রতিযোগিতার সাফল্যজনক অনুষ্ঠানের জন্য অভিনন্দন করে বলেছেন , আমি আশা করি আপনারা চীনা ভাষা ভালোভাবে আয়ত্ত করবেন এবং চীনের সংস্কৃতি সম্বন্ধে আরো বেশী জ্ঞান অজর্ন করবেন । কেনিয়ার প্রেসিডেন্টের চীন সফরের পর এ বছর প্রেসিডেন্ট হু চিন থাও কেনিয়া সফর করেছেন । চীন ও কেনিয়ার মধ্যে আদান-প্রদান আগের চেয়ে অনেক বেড়েছে । দু দেশের সম্পর্ক খুব ভালো , আর্থ-বাণিজ্যিক সম্পর্কের দ্রুত প্রসার হচ্ছে । দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসারের জন্য চীনা ভাষা ও চীনের সংস্কৃতি জানেন এমন দক্ষ ব্যক্তির চাহিদা খুব বেশী । আশা করি আপনারা দু দেশের আদান-প্রদানের সেতুর ভূমিকা নেবেন ।

    প্রতিযোগিতাটি কনফুসিয়াস ইন্সটিটিউটের ছাত্রছাত্রীদের সমবেত কন্ঠে গাওয়া চীনের লোকসংগীত ' জ্যাসমিন ফুলের ' মধ্য দিয়ে সমাপ্ত হয় । এই গানের মধুর সুরের মধ্যে উপস্থিত সকল যেন দেখেছেন এক একটি সুগন্ধ জ্যাসমিন ফুল আফ্রিকার এই সুন্দর দেশ –কেনিয়ায় ফুটছে ।