v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-07-12 13:35:48    
বিশ্বকাপ সম্বন্ধে বিষয়

cri

    পেইচিং সময় ১০ জুলাই ভোরে মাসব্যাপী জার্মানী বিশ্বকাপ বার্লিন অলিম্পিক গেমস স্টেডিয়ামে সমাপ্ত হয়েছে। ফাইনালে ১২০ মিনিটের মধ্যে ইতালি ১:১ গোলে ফ্রান্সের সঙ্গে ড্র করে, সর্বশেষে টাই ব্রেকারে ইতালি ফ্রান্সকে ৫:৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

    বিশ্বে প্রায় ১০০ কোটি ফুটবলপ্রেমী এ খেলা উপভোগ করেছেন। খেলার শুরুতেই পেনাল্টি শুটে ফ্রান্সের পক্ষ জিদানে একটি গোল করেন। ১৯মিনিটে ইতালির ব্যাক মাটেরাজ্জিও একটি গোল করে সমতা আনেন। পরে টাই ব্রেকারে ইতালি ৫:৩ গোলে ফ্রান্সকে পরাজিত করে চতুর্থ বারের মতো বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে।

    আগামী বিশ্বকাপ ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে, এটা আফ্রিকায় প্রথম বিশ্বকাপ অনুষ্ঠান।

    এবারকার বিশ্বকাপে ফ্রান্সের জিদানে স্বর্ণের বল পুরস্কার অর্জন করেছেন, জার্মানীর ক্লসে সোনার বুট পুরস্কার অর্জন করেছেন, লুকাস পোদোলস্কি সর্বশ্রেষ্ঠ তরুন খেলোয়াড় হয়েছেন। ব্রাজিল ও স্পেন পরিচ্ছন্ন খেলার দল হয়েছে, পর্তুগাল হয়েছেসবচেয়ে উপভোগ্য দল। কোয়ার্টার ফাইনালে আর্জেটিনা-মেক্সিকো প্রতিযোগিতায় ম্যাক্সিমিলিয়ানো রোদ্রিগুয়েজের গোল সর্বশ্রেষ্ঠ গোল হয়েছে।

    ২০০২ সাল দক্ষিণ কোরিয়া আর জাপান বিশ্বকাপে চীনের জাতীয় ফুটবল দল প্রথম বিশ্বকাপে প্রবেশ করে। কিন্তু এবারকার বিশ্বকাপে চীনা দল অংশ নিতে পারে নি। কিন্তু চীনের ফুটবল প্রেমীরা বিশ্বকাপ উপ ভোগ করেছেন পুরোপুরি।

    পেইচিংয়ের ২৬ বছর বয়সের এডিটার ছেং দেকাং একজন ফুটবল প্রেমী। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপ থেকে তিনি ইতালি দল পছন্দ করেন, ১৯৯০ সালে ইতালি বিশ্বকাপে তিনি তখন বিশ্ববিখ্যাত্ ইতালির ফুটবল স্টার রবার্তো ব্যাজ্জিওকে পছন্দ করেন। এ বছরে জার্মানী বিশ্বকাপে তিনি ইতালি দলের উপর সজগ দৃষ্টি রাখেন। তিনি বলেছেন,

    যদিও চীনা দল এবারকার বিশ্বকাপে অংশ নিতে পারে নি, এবং জার্মানী আর চীনের মধ্যে ৬ ঘন্টা ব্যবধান আছে, তবুও আমি বিশ্বকাপ উপভোগ করেছি। আমরা সকল ফুটবল প্রেমী বিশ্বকাপ উপ ভোগ করেছি।

    শুধু চীনা পুরুষ ফুটবল প্রেমী বিশ্বকাপ উপ ভোগ করেন তা নয়, বহু চীনা নারী ফুটবল প্রেমীও বিশ্বকাপ উপভোগ করেন। ২১ বছর বয়সের ইয়ান শিওয়ে দক্ষিণ চীনের হুনান বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। তিনি গত বিশ্বকাপ থেকে ফুটবল পছন্দ করেন, তিনি দুই বার বিশ্বকাপ এবং একবার ই ইউ ফুটবল চ্যাম্পিয়নশীপ উপভোগ করেন। চীনা দল ছাড়া, তাঁর সবচেয়ে পছন্দের দল হল চেক দল। যদিও চীনা দল এবারকার বিশ্বকাপে অংশ নেনি, এবং চেক দল কোয়ার্টাঃ ফাইনালে উঠে নি, কিন্তু তিনি অব্যাহতভাবে বিশ্বকাপের সকল প্রতিযোগিতা উপভোগ করেন।

    আমি চেক দলকে খুবই পছন্দ করি, কিন্তু চেক দল কোয়ার্টার ফাইনালে উঠেনি। আমি ইংল্যান্ড এবং ফ্রান্সের ওপর সজাগ দৃষ্টি রাখি। এধরণের এক নম্বর পর্যায়ের প্রতিযোগিতা হল উচ্চ পর্যায়ের দলের প্রতিযোগিতা, এধরনের খেলা উপভোগের দরকার আছে।

    কোনো কোনো চীনা ফুটবল প্রেমী খুব বেশি উত্সাহী নন, তাঁরা সবগুলো খেলা দেখেন নি, কিন্তু তাঁরা বিভিন্ন উপায়ে বিশ্বকাপের ওপর সজাগ দৃষ্টি রাখেন। ৩২ বছর বয়সের লিয়াং চিমিং এ ধরণের একজন ফুটবল প্রেমী, তিনি বলেছেন,

    আমি খুব ভাল ফুটবল বুঝি না, সেজন্যে আমি শুধু কয়েকটি বিশ্ববিখ্যাত্ দলকে জানি। কিন্তু এবারকার বিশ্বকাপে আমি লক্ষ্য করেছি, কোনো কোনো দলের নৈপুণ্য আমার কল্পনার চেয়ে অনেক ভাল, যেমন ঘানা, অস্ট্রেলিয়া ও কোটেডিভোর।

    চীনা দল জার্মানী বিশ্বকাপে অংশ নিতে না পারা, অবশ্যই একটি দুঃখের বিষয়, কিন্তু চীনা ফুটবল প্রেমীরা বিশ্বকাপ উপভোগ করেন, কারণ ফুটবল হচ্ছে এক বৈশ্বিক ভাষা। বিশ্বকাপের সময়ে কিছু অতি উত্সাহী পুরুষ ফুটবল প্রেমীরা পুরোপুরি বিশ্বকাপে মগ্ন হয়ে পাড়েন। ফলে তাঁদের স্ত্রীরা নিসঙ্গ হয়ে পড়েন। ব্যাপক চীনা ফুটবলমোদী এ গ্রীষ্মকালে এবারকার ফুটবল বিশ্বকাপ উপভোগ করেন।