মন্টিনেগ্রো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ফিলিপ্ ভুজানোভিক্ ১১ জুলাই রাজধানী পদগোরিকায় বলেছেন, স্বাধীনতার পর মন্টিনেগ্রো প্রথম সংসদ ও স্থানীয় নির্বাচন ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
মন্টিনেগ্রোর তথ্য মাধ্যমের খবরে প্রকাশ, প্রায় ৪.৮ লক্ষ ভোটার মন্টিনেগ্রোর নতুন সংসদের জন্য ৮১ জন সাংসদ এবং ১৩ টি শহরের স্থানীয় সাংসদ ও মেয়র নির্বাচন করবেন।
৩ জুন মন্টিনেগ্রোর সংসদ ২১ মে গণভোটের ফল অনুমোদন করেছে এবং মন্টিনেগ্রোর স্বাধীনতা প্রস্তাব ও স্বাধীনতা ঘোষণা গ্রহণ করেছে এর মাধ্যমে মন্টিনেগ্রোর আনুষ্ঠানিকভাবে সার্বভৌম দেশ পরিণত হয়।
|