
১১ জুলাই ১৭তম বিশ্ব জনসংখ্যা দিবস। চীনের সংশ্লিষ্ট বিভাগ ও যুব স্বেচ্ছাসেবগণ ১০ জুলাই পেইচিংয়ের ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ে সম্মিলিত ভাবে "মেয়ে শিশুকে যত্ন রাখার অভিযান চালান" প্রসঙ্গে অভিযান শুরু করেছে।
চীনের জনসংখ্যার কাঠামোর বড় সমস্যা হচ্ছে নবজাত মেয়ে শিশু আর ছেলে শিশুর সংখ্যার ভারসামহীনতা। চীনের জাতীয় পরিবার পরিকল্পনা কমিটির পরিচালক চাং ওয়ে ছিং সম্মেলনে বলেছেন, চীন সরকার এই সমস্যা সমাধানের জন্য চালানো মেয়ে শিশুকে যত্ন রাখা অভিযানে গোটা সমাজের অংশগ্রহণ দরকার।
চীনের পেইচিং বিশ্ববিদ্যালয়, ছিংহাই বিশ্ববিদ্যালয়সহ প্রভৃতি বিশাধিক বিখ্যাত উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের ২০০ জন ছাত্রছাত্রী প্রতিশ্রুতি স্বাক্ষর করেছেন যে, তাঁরা যুব স্বেচ্ছাসেবক হিসেবে সক্রিয়ভাবে মেয়ে শিশু আর ছেলে শিশু সবই ভালো প্রভৃতি বৈজ্ঞানিক ও আধুনিক চিন্তাধারা প্রচার করবেন এবং "ছেলেকে বেশি গুরুত্ব দেয়া আর মেয়েকে উপেক্ষা করার" ঐতিহ্যিক ভাবনা নিবসনের চেষ্টা করবেন।
|