পেইচিংয়ের নাগরিকরা গার্হস্থ বৈদ্যুতিক সামগ্রী কেনার জন্য দোকানে গিয়ে প্রথমে জিজ্ঞেস করেন : এগুলোর ব্যবহারে কী কম বিদ্যুত লাগে? খাদ্যদ্রব্য কিনতে গিয়ে তাঁরা জানতে চান, খাদ্যদ্রব্য দুষিত হয়েছে কিনা । নতুন বাড়ি সংস্কার ও সাজানের সময়ে তাঁরা প্রথমে বাড়ির পরিবেশের নিরাপত্তার কথা বিবেচনা করেন । মোট কথা: পেইচিংয়ের নাগরিকরা ক্রমশই সবুজ উপভোগের দিকে ঝুঁকে পড়ছেন
মি: লিউ মিং ইনের বাড়ি পেইচিংয়ের পশ্চিম বিভাগে । তাঁর বাড়ির তিনটি কক্ষ এখন সংস্কার করা হচ্ছে । দু বছর আগে তার এই ফ্লাট বাড়ি কেনার পর প্রাথমিকভাবে সংস্কার করা হয়েছিল । তিনটে কক্ষ যাতে আরো আরামদায়ক হয় তার জন্য বাঁশের মেঝে পাতা হয়েছে , লিপাং মার্কার লাক্ষা দিয়ে দেয়ালে রং করা হয়েছে , রান্নাঘরে বসানো হয়েছে একসেট সুন্দর আলমারী । মি: লিউ মিং ইনের ছেলের বয়স মাত্র দু বছর । তিনি বলেছেন : তাঁর ছেলে খুব ছোটো , সংস্কারকাজে নীচু মানের উপকরণ ব্যবহার করা হলে তার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে । তাই উপকরণ বাছাইয়ের সময়ে সতর্ক থাকতে হবে ।আমার ছেলে খুবই দুষ্টু, কখনো কখনো দাঁত দিয়ে চেয়ার ও টেবিল কামড়ায় , কখনো কখনো জিভ দিয়ে মেঝে চাটে । তাই আমরা দূষনমুক্ত সবুজ উপকরণ ব্যবহার করেছি। আমাদের বাঁশের মেঝে প্রক্রিয়াকরনের সময়ে রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় নি , তাই খুবই নিরাপদ । লিপাং মার্কার লাক্ষা দিয়ে দেয়ালে রং করা হয়েছে , লিপাং মার্কার লাক্ষার স্বাস্থ্য- হানিকর গন্ধ নেই , রং করার পর দেয়াল দেখতে ভারী সুন্দর ।
পেইচিংয়ে যারা মি: লিউ মিং ইনের মত বাড়ির পরিবেশের দিকে নজর রেখে বাড়ি সংস্কার করেন তাঁদের সংখ্যা ক্রমাগত বাড়ছে ।তাঁদের মতে , তাঁদের জীবনে বাড়িঘরই সবচেয়ে গুরুত্বপুর্ন স্থান ।জীবনের গুনমান উঁচু না নীচু তা বাড়ির পরিবেশের উপরে নির্ভর করে । তাই বাড়ি সংস্কারের সময়ে তাঁরা বাড়ি ও আসবাব পত্রের সৌন্দর্য ছাড়াও বাড়ি সংস্কারে ব্যবহৃত বাস্তু উপকরণ বাড়ির পরিবেশ দুষিত করবে কিনা তার উপরেও বিশেষভাবে দৃষ্টি রাখেন ।
চীনের একটি প্রবাদ এমনি: ভোজন মানুষের সহজাত সখ । পেইচিংযের নাগরিকরা স্বভাবতই: খাওয়াদাওয়ার উপরেও যথেষ্ট গুরুত্ব দেন । তবে তাঁরা এখন শুধু খাবারের পুষ্টির উপরে নয় , খাদ্যদ্রব্যের উতসের উপরেও নজর রাখেন । সি আর আইয়ের এক জন সংবাদদাদাতা সাক্ষাত্কার নিতে পেইচিংয়ের শহরাঞ্চলের একটি সুপার মার্কেটে গিয়ে দেখতে পেলেন , অনেক খাব্যদ্রব্য ,যেমন চাউল ও ময়দার ব্যাগ এবং ভোজ্য তেলের বোতলের উপরে দুটো সবুজ পাতা আঁকা লেবেল লাগানো , সবুজ পাতাই সবুজ খাদ্যদ্রব্যের প্রতীক ।একটি কক্ষের তাকে তাকে সবুজ খাদ্যদ্রব্যের লেবেল আঁটা ফল আর শাকসবজি সাজানো। হাট বাজারের চেয়ে এগুলোর দাম বেশী । তবুও খদ্দেররা কিনতে আসেন । খদ্দের জাং হং জেন সি আর আইয়ের সংবাদদাতাকে জানিয়েছেন : সাধারণ খাদ্যদ্রব্যের চেয়ে এখানকার সবুজ খাদ্যদ্রব্যের দাম নি:সন্দেহে বেশী । কিন্তু স্বাস্থ্যের কথা বিবেচনা করে আমি দ্বিধাহীনভাবে তা কিনতে এসেছি । তা ছাড়া আমি আমার বন্ধুবান্ধব আর সহকর্মীদের সবুজ উপভোগের গুরুত্ব বুঝিয়ে সবুজ খাদ্যদ্রব্য কিনতে উত্সাহ দিই । আমি মনে করি , পুরনো ধ্যানধারনা বদলে গেলেই শুধু মানুষের জীবনের গুনমান উন্নত করা যাবে ।
পেইচিংযের বহু সংখ্যক নাগরিক সবুজ উপভোগের দৃষ্টিভংগীকে তাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে রুপান্তরিত করেছেন । অবসর প্রাপ্ত মাদাম গে লি হুয়া থাকেন পেইচিংয়ের দক্ষিণাঞ্চলে। তিনি অতীতে শাক সবজি কিনতে গিয়ে শুধু ওয়ান টাইম প্লাস্টিক ব্যাগ ব্যবহার করতেন ।এখন তিনি আর প্লাস্টিক ব্যাগ ব্যবহার করেন না ।তিনি তার পুরনো পোশাকের কাপড় দিয়ে কাপড়ের ব্যাগ বানিয়েছেন ।তাঁর মতে কাপড়ের ব্যাগ ব্যবহারে অনেক উপকার হয়েছে। তিনি বলেছেন :প্লাস্টিক ব্যাগ সহজে গলে না ,যেখানে সেখানে ফেলা হলে পরিবেশ দুষিত হয় । আগে রোজ দু তিন রকমের শাকসবজি কিনতে দুতিনটা প্লাস্টিক ব্যাগও দরকার হত । এখন আমি প্লাস্টিক ব্যাগের বদলে পুরনো কাপড়ের ব্যাগ ব্যবহার করি ।
মাদাম গে মাঝে মাঝে সুপার মার্কেটে প্লাস্টিক ব্যাগে মোড়া- জিনিষপত্র কিনতে যান , সুপার মার্কেটের প্লাস্টিক ব্যাগ জমিয়ে রাখেন তিনি ।তিনি সি আর আইয়ের সংবাদদাতাকে জানিয়েছেন , তাঁর জমিয়ে রাখা দু হাজারেরও বেশী প্লাস্টিকব্যাগ পুনর্ব্যবাহারের জন্য শীগ্গীরই পাড়া কমিটি অফিসে জমা দেয়া হবে ।তাঁর আবাসিক এলাকার নাগরিকদের অনেক সুঅভ্যাস হয়েছে । যেমন প্রতিটি পরিবার নানা রকম আবর্জনা ভিন্ন ভিন্ন আবর্জনার ডাস্টবিনে ফেলে দেয় , অনেক পরিবার কম বিদ্যুত দরকার এমন বাতি ও রেফ্রিজারেটার ব্যবহার করে । গ্রীস্মকালে সবার এয়ারকন্ডিশনারের তাপমাত্রা ২৬ ডিগ্রী সেনটিগ্রডে বেঁধে রাখা হয় ।
আরেকটি আনন্দদায়ক ব্যাপার হল এই যে ,পেইচিংয়ের নাগরিকরা এখন সচেতনভাবে ত্যাজ্য ব্যাটারি ফেলে দেন ত্যাজ্য ব্যাটারি সংগ্রাহক বাক্সে যাতে ব্যাটারির রাসায়নিক পদার্থের দ্বারা পরিবেশ দুষিত না হয় । বহু রেস্তোরাঁ ওয়ান টাইম চপস্টিক্স ব্যবহারের পর একত্রে সংগ্রহ করে উপকরণের পুনব্যবহার কেন্দ্রে জমা দেয় ।
চীনের পরিবেশ সংরক্ষণের বিশেষজ্ঞরা পেইচিংয়ে সবুজ উপভোগ প্রচলনের উচ্চ মুল্যায়ন করেছেন । পেইচিংয়ের বিশ্ব-পল্লীর পরিবেশ ও সংস্কৃতি কেন্দ্রের দায়িত্বশীল ব্যক্তি মাদাম লিয়াও বলেছেন: সবুজ উপভোগের গুরুত্ব চীনারা যে ক্রমশই বুঝতে পেরেছেন তা থেকে বোঝা যায় যে , চীনাদের জীবন যাত্রার মানের উন্নতি হয়েছে এবং পরিবেশ সংক্ষরণ সম্পর্কে তাঁরা আগে থেকে অনেক বেশী সচেতন হয়েছেন । চীনের জনসাধারন বুঝতে পেরেছেন পরিবেশ সংরক্ষনের সংগে উপভোগ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত , সবাই প্রত্যক্ষভাবে দুষন নিয়ন্ত্রনে আত্মনিয়োগ করতে পারে না , তবে দৈনন্দিন জীবনেও পরিবেশ সংরক্ষনে অংশ নিতে পারে , যেমন সবুজ উপভোগ পরিবেশ সংরক্ষনের একটি সহজ উপায় । সবুজ উপভোগের ধারনা শুধু চীনের শহরের নাগরিকদের মনে নয়, পল্লীগ্রামের কৃষকদের মনেও দিন দিন বদ্ধমূল হচ্ছে ।
|