এ পর্যন্ত মোট ৪২টি বৈদেশিক পুঁজিবিনিয়োগকারী প্রতিষ্ঠান চীনে যোগ্য বৈদেশিক পুঁজিবিনিয়োগকারী প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে । এর মধ্যে এ-শেয়ারে ৩৬টি পুঁজিবিনিয়োগকারী প্রতিষ্ঠানের সাড়ে ৭১৪ কোটি মার্কিন ডলার মূল্যের পুঁজিবিনিয়োগ অনুমোদন করা হয়েছে ।
১১ জুলাই চীনের শেয়ার তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা কমিশন এই খবর দিয়েছে । এর আগে এই কমিশন যোগ্য বৈদেশিক পুঁজিবিনিয়োগকারীদের পুঁজিবিনিয়োগের মূল্য ১০ বিলিয়ন মার্কিন ডলারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ।
চীনের আইনবিধি অনুযায়ী , বর্তমানে বৈদেশিক পুঁজিবিনিয়োগকারীরা চীনের এ-শেয়ার অর্থাত্ চীনের অভ্যন্তরীণ শেয়ার কিনতে চাইলে শুধু যোগ্য বৈদেশিক পুঁজিবিনিয়োগকারী প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয় । ২০০২ সাল থেকে চীনের অভ্যন্তরীণ শেয়ারে পুঁজিবিনিয়োগের জন্য যোগ্য বৈদেশিক পুঁজিবিনিয়োগকারীদের চীন সরকার অনুমতি দেয় ।
|