১১ জুলাই আফগানিস্তানে মোতায়েন ইংগো-মার্কিন বাহিনী বলেছে , ইংগো-মার্কিন বাহিনী আর আফগান সরকারী বাহিনী একই দিন দক্ষিণ আফগানিস্তানে একটি সামরিক অভিযান চালিয়ে ৩০জন তালিবান সশস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে ।
অভিযান শেষে প্রকাশিত ইংগো-মার্কিন বাহিনীর একটি বিবৃতিতে বলা হয়েছে , ইংগো-মার্কিন বাহিনী আর আফগান বাহিনী একই দিন ভোরে দক্ষিণ আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে অবস্থিত তালিবান সশস্ত্র ব্যক্তিদের একটি ঘাটির ওপর অতর্কিত আক্রমণ চালিয়ে প্রায় ৩০জন তালিবান সদস্যকে হত্যা করেছে । এই অভিযানে ইংগো-মার্কিন বাহিনী আর আফগান বাহিনী তালিবানের একটি অস্ত্র ভান্ডারও উড়িয়ে দিয়েছে ।
একই দিন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রি রামসফেল্ড কাবুল পৌঁছেছেন । তিনি আফগান নেতৃবৃন্দের সঙ্গে ধ্বংসাত্মক সংঘর্ষ আরো রোধ করা , আফগানিস্তানে ন্যাটোর ভূমিকা জোরদার করা প্রভৃতি বিষয়ে আলোচনা করবেন ।
|