চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইউ ১১ জুলাই পেইচিংয়ে ঘোষণা করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ১৭ জুলাই রাশিয়ার সেন্ট পিটারবার্গে অনুষ্ঠিতব্য জি-৮ উন্নয়নমুখী দেশগুলোর শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন।
তিনি ব্যাখ্যা করে বলেছেন, এবারকার সম্মেলনে শক্তি সম্পদের নিরাপত্তা ,সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ , শিক্ষা এবং আফ্রিকার উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। উল্লেখ্য, প্রেসিডেন্ট হু চিন থাও ১৬ জুলাই ভারত, ব্রাজিল,দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, কঙ্গোর নেতাদের সঙ্গে সাক্ষাত্ করবেন। ছয়টি দেশের নেতারা অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করবেন।
|