১১ জুলাই প্রকাশিত চীনের সাধারণ শুল্ক বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে চীনের আমদানি ও রপ্তানীর মোট মূল্য ৭৯৫.৭ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। অনুরূপ সময়ের তুলনায় তা ২৩ শতাংশের বেশি ও বাণিজ্যিক অনুকূল উদ্ধৃত্ত ৬১.৪ বিলিয়ন মার্কিন ডলার ছিলো।
পরিসংখ্যান অনুযায়ী, প্রথমার্ধে চীনের রপ্তানী পণ্যের মধ্যে যন্ত্রপাতি ও বৈদ্যুতিক সামগ্রির রপ্তানীর পরিমাণ দ্রুত বেড়েছে, অশোধিত তেল আর উত্পাদিত তেলের রপ্তানীর পরিমাণ উভয় ক্ষেত্রেই কমেছে। আমদানী পণ্যের মধ্যে সয়াবিনের আমদানী অল্প মাত্রা বেড়েছে, ইস্পাতের আমদানী পরিমাণ অপেক্ষাকৃতভাবে কমেছে।
প্রথমার্ধে চীন ও তার প্রধান বাণিজ্যিক অংশীদারের সঙ্গে আমদানী ও রপ্তানীর সুষ্ঠু প্রবৃদ্ধির প্রবণতা বজায় রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন অব্যাহতভাবে চীনের প্রথম বাণিজ্যিক অংশীদার, এর পরে রয়েছে যুক্তরাষ্ট্র, জাপান আর আসিয়ান।
|