এখন পর্যন্ত চীন হোপেই, অন্তঃমঙ্গোলিয়া, টিয়ানচিং এই তিনটি প্রদেশ বা মহানগরে ৫৮টি প্রাকৃতিক সুরক্ষা অঞ্চল প্রতিষ্ঠা করেছে। এর মোট আয়তন ৫১ হাজার বর্গকিলোমিটার । এই সব জায়গায় প্রায়শই বালিঝড় হয়। তা প্রতিরোধের জন্য এই প্রাকৃতিক সুরক্ষা অঞ্চলগুলো প্রতিষ্ঠিত হয়েছে।
চীনের কৃষি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের গবেষণা থেকে জানা গেছে, চীনে প্রবেশকারী বালি প্রধানতঃ মঙ্গোলিয়ার পূর্ব, মধ্য ও পশ্চিম দিক থেকে চীনের সিনচিয়াং, অন্তঃমঙ্গোলিয়া ও কানসু প্রভৃতি অঞ্চল পার হয়ে পেইচিং আর টিয়েনচিংয়ে চলে আসে, অবশেষে উত্তর চীনের অধিকাংশ অঞ্চলের উপর প্রভাব ফেলে।
ফলে চীন প্রধান প্রধান অঞ্চলগুলোতে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদান সংরক্ষণ অঞ্চল প্রতিষ্ঠার পরীক্ষামূলক কাজ শুরু করেছে, সেই অঞ্চলগুলোতে প্রাকৃতিক পরিবেশ নষ্ট করা উপাদান বা অন্যান্য ক্ষতিকর কারণগুলোকে দমন করার চেষ্টা করেছে, বিনষ্ট প্রাকৃতিক পরিবেশের পুনর্গঠন কাজ করেছে।
|