১১ জুলাই উত্তর কোরিয়ার ' রোডং সিনমুন' আর 'মিনজু ছোসন' নামক পত্রিকা পৃথক পৃথকভাবে নিবন্ধ প্রকাশ করে "উত্তর কোরিয়া-চীন মৈত্রী চুক্তি স্বাক্ষরের ৪৫তম বার্ষিকী উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানিয়েছে এবং দু'দেশের মৈত্রীর অব্যাহত সুসংবদ্ধ ও উন্নয়নের প্রশংসা করেছে ।
রোডং সিনমুনের নিবন্ধে বলা হয়েছে, "উত্তর কোরিয়া-চীন মৈত্রী চুক্তি দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ককে নতুন পর্যায়ে প্রবেশ করেছে । ৪৫ বছর ধরে এই চুক্তি নিজের ভুমিকা পালন করেছে । বর্তমানে দু'দেশের নেতাদের মনোযোগে দু'দেশের মৈত্রী অব্যাহতভাবে উন্নত হচ্ছে । দু'দেশের জনগণের জন্য তা খুবই সন্তোষজনক ।
মিনজু ছোসনের নিবন্ধে বলা হয়েছে, উত্তর কোরিয়ার জনগণ আগের মত ভবিষ্যতেও দু'দেশের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ককে গুরুত্ব দেবে এবং এই সম্পর্কের উন্নয়নে জোর প্রচেষ্টা চালাবে ।
|