১১ জুলাই কোরিয়া উপদ্বীপের ওপর হামলা চালানো প্রসঙ্গে জাপানী কর্মকর্তার হুমকির প্রতি দক্ষিণ কোরিয়া সরকার নিন্দা করেছে এবং জোর দিয়ে বলেছে যে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণ সংক্রান্ত পরীক্ষা করার প্রশ্নে জাপানের আগ্রাসী ভূমিকার ব্যাপারে দক্ষিণ কোরিয়া সচেতন দৃষ্টি রাখবে ।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবনের মুখপাত্র ছুং তেই -হো একইদিন বলেছেন, ১০ জুলাই জাপানী কর্মকর্তা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণের ওপর এক ভাষণে কোরিয়া উপদ্বীপের ওপর সশস্ত্র শক্তি ব্যবহার এবং আগে থেকে আঘাত হানার ঘোষণা করেছে । দক্ষিণ কোরিয়া সরকার জাপান সরকারের বক্তৃতায় উদ্বেগ প্রকাশ করে বলেছে যে , তা কোরিয় উপদ্বীপ ও উত্তরপূর্ব এশিয়ার শান্তি বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াবে ।
তিনি আরো বলেছেন, দক্ষিণ কোরিয়া সরকার মনে করে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণ হচ্ছে "উত্তরপূর্ব এশিয়ার শান্তি ও স্থিতিশীলতাকে নষ্ট করার সূত্রপাত । কিন্তু জাপানী কর্মকর্তার বক্তৃব্যে কোরিয় উপদ্বীপের পরিস্থিতির আরো অবনতি হবে ।
|