চীন সরকারের আমন্ত্রণে উত্তর কোরিয়ার সর্বোচ্চ গণ সম্মেলনের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান ইয়াং হুয়োং সোপের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ১১ জুলাই সকালে পেইচিংয়ে পৌঁছে চীনে তাঁদের পাঁচদিনব্যাপী সফর শুরু করেছেন ।
সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট হু চিনথাও আর জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাংকুও'র সঙ্গে সাক্ষাত্ করবেন । "চীন -উত্তর কোরিয়া মৈত্রী চুক্তি" স্বাক্ষরের ৪৫তম বার্ষিকী উপলক্ষে তিনি পেইচিংয়ে এক স্মরণীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ।
গতকাল চীন আর উত্তর কোরিয়ার শীর্ষ নেতারা "চীন-উত্তর কোরিয়া মৈত্রী চুক্তি" স্বাক্ষরের ৪৫তম বার্ষিকী উপলক্ষে পরস্পরকে অভিনন্দন বাণী পাঠিয়েছেন ।
|