চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার থাং চিয়াসুয়েন ১০ জুলাই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কনডোলিজা রাইসের সঙ্গে ফোনে কথা বলেছেন।
থাং চিয়াসুয়েন বলেন, যে কোনো পরিস্থিতিতে চীন অবিচলিতভাবে কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা, ছ'পক্ষীয় বৈঠকের প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং কোরীয় উপদ্বীপের পরমাণু অস্ত্রবিমুক্ততা বাস্তবায়ন করবে। চীন আশা করে সংশ্লিষ্ট পক্ষ এই লক্ষ্যের জন্য মিলিতভাবে গঠনমূলক চেষ্টা চালাবে।
|