চীন আর উত্তর কোরিয়ার নেতৃবৃন্দ ১০ জুলাই দুদেশের মৈত্রী , সহযোগিতা ও পারস্পরিক সাহায্য চুক্তি স্বাক্ষরের ৪৫তম বার্ষিকী উপলক্ষে পরস্পরকে অভিনন্দন বাণী পাঠিয়েছেন ।
একই দিন চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, প্রেসিডেন্ট হু চিন থাও , জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পান কুও ও প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও এবং কোরীয় লেবার পার্টির সাধারণ সম্পাদক কিম জং ইল , গণ সংসদের স্পিকার কিম ইয়োন নান ও প্রধানমন্ত্রী পাক বোং জু পরস্পরকে অভিনন্দন জানিয়ে বাণী পাঠিয়েছেন ।
উভয় পক্ষ অভিনন্দন বাণীতে দুদেশের সম্পর্ক উন্নয়নের গভীর মূল্যায়ন করেছে । উভয় পক্ষ এই মত প্রকাশ করেছে যে , দুদেশের ঐতিহ্যিক বন্ধুত্ব অব্যাহতভাবে সুসংবদ্ধ আর বিকশিত করা দুই পার্টি ও দু'দেশের সরকারের বরাবর দৃষ্টিভঙ্গি । উভয় পক্ষ বর্তমান চাহিদা অনুসারে বিভিন্ন ক্ষেত্রে দুদেশের আদান প্রদান ও সহযোগিতা গভীরে নিয়ে যাবে এবং অব্যাহতভাবে দুদেশের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক বাড়াতে ত্বরান্বিত করবে ।
|