গত ২৮ বছরে নিরলস প্রচেষ্টা চালাবার মাধ্যমে উত্তর-পূর্ব চীন , উত্তর চীন আর উত্তর-পশ্চিম চীনে তিনটি বৃহত্ বালিঝড় নিবারণ বনাঞ্চল গড়ে তোলার প্রকল্প সম্প্রতি সম্পন্ন হয়েছে । ফলে পূর্ব চীন থেকে পশ্চিম চীন পর্যন্ত ৪ হাজার ৪ শো ৮০ কিলোমিটার দীর্ঘ একটি সবুজ মহাপ্রাচীর গড়ে তোলা হয়েছে ।
চীনের এই তিনটি অঞ্চলে পানি ও ভূমির ক্ষয়ক্ষতি আর বালিঝড় নিবারণ করার জন্য ১৯৭৮ সাল থেকে এই বনায়নের অভিযান শুরু হয় । এই অভিযান চালাবার ফলে এই তিনটি অঞ্চলে মোট আড়াই হেক্টর বনাঞ্চল গড়ে তোলা হয়েছে ।
চীনের রাষ্ট্রীয় বনায়ন ব্যুরো সূত্রে জানা গেছে , এই প্রকল্প সম্পন্ন হবার পর এই তিনটি অঞ্চলে যে সব ভূমি মরুভূমিতে পরিণত হয়েছে , তার ২০ শতাংশই মরুভূমিতে পরিণত হওয়ার হাত থেকে রেহাই পেয়েছে । ৪০ শতাংশেরও বেশি ভূমিতে পানি ও ভূমির ক্ষয়ক্ষতি কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে ।
|