ইরাকের পুলিশ পক্ষ ১০ জুলাই স্বীকার করেছে, রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলের শিয়া সম্প্রদায়ের একটি মুসলিম আবাসিক এলাকার কাছে সেদিন পরপর দু'বার গাড়ি বোমা হামলা হয়েছে, এতে কমপক্ষে ৮ জন নিহত ও ৪১ জন আহত হয়েছে।
ইরাকের পুলিশ পক্ষ বলেছে, বাগদাদের পূর্বাঞ্চলের সাদর নগরের একটি গাড়ি মেরামত দোকানের পাশে একটি গাড়ি বিস্ফোরিত হয়। পরে একজন আত্মঘাতী ব্যক্তি একটি বোমাবাহী গাড়ি চালিয়ে ঘটনা স্থলে দাড়াঁনো লোকজনের কাছে গিয়ে আরেকটি বিস্ফোরণ ঘটায়, ফলে এতে বহু লোক হতাহত হয়েছে।
|