১০ জুলাই জোস রামস হোর্তা পূর্ব তিমুরের রাজধানী মারি আলকাতিরিতে প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন ।
পূর্ব তিমুরের প্রেসিডেন্ট গুসমাও শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন । রামস হোর্তা শপথগ্রহণ করার পর এক ভাষণে বলেছেন, বর্তমানে পূর্ব তিমুর সরকারের প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা পুনরুদ্ধার করা এবং শরনার্থী ক্যাম্পের ১.৫ লক্ষ লোককে নিজেদের বাড়িতে ফেরত পাঠানো । তিনি বলেছেন, আগামী কয়েক মাসে সুষ্ঠু সরকার ব্যবস্থা নিয়ে পূর্ব তিমুরের জনগণকে সরকার ও গণতন্ত্রের প্রতি আস্থা ফিরিয়ে আর তাদের আশাআকাঙ্খার পুনপ্রতিষ্ঠা করবে ।
জানা গেছে, রামস হোর্তার কার্যমেয়াদ আগামী বছরের মে মাসে পূর্ব তিমুরের সাধারণ নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত বহাল থাকবে ।
|