চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মাও ছুন আন ১০ জুলাই পেইচিংয়ে বলেছেন, বর্তমানে চীনে ৪৩ শতাংশ গ্রামীণ লোক নতুন ধরণের গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থায় অংশ নিয়েছেন।
মাও ছুন আন বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে সংশ্লিষ্ট সংস্থার চালানো এক জরীপের ফলাফল অনুযায়ী, বর্তমানে নতুন ধরণের গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থা ভালোভাবে চলছে। সহযোগিতা চিকিত্সা ব্যবস্থায় অংশগ্রহণকারী কৃষকদের জন্য দেয়া চিকিত্সা সেবার মান উন্নত হয়েছে, সহযোগিতা চিকিত্সা কৃষকদের প্রশংসা পেয়েছে।
নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থা ২০০৩ সাল থেকে শুরু হয়। ২০০৮ সালে এই ব্যবস্থা মোটামুটি সারা দেশের গ্রামাঞ্চলে প্রসারিত হবে।
|