v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-07-10 17:40:11    
উন্নয়নের জন্য চীনের পুরানো মার্কার শিল্পপ্রতিষ্ঠানের  প্রয়াস

cri
    চীনের শিল্প ও বাণিজ্য উন্নয়নের প্রক্রিয়ায় কতকগুলো পুরানো মার্কার শিল্পপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সবচেয়ে পুরানো প্রতিষ্ঠানের ইতিহাস প্রায় ৫০০ বছরের ।

    এই সব পুরানো প্রতিষ্ঠানের পণ্যদ্রব্যের গুণগত মান উত্কৃষ্ট, পণ্য উত্পাদনের কলাকৌশল বিশিষ্ট। দেশ-বিদেশে তাদের মার্কার সুনাম ছড়িয়ে রয়েছে। এই সব পুরানো মার্কাই এক রকম অদৃশ্য পুঁজি। চীনের সামাজিক বিজ্ঞান একাডেমির অর্থনীতি গবেষণাকেন্দ্রের গবেষক ইয়াং ছুনসুয়ে বলেছেন, " পুরানো মার্কার শিল্পপ্রতিষ্ঠানের বাণিজ্যিক মূল্য রয়েছে তার অদৃশ্য পুঁজি বা আকারবিহীন সম্পত্তিতে। চীনের গোটা বাণিজ্যিক অর্থনীতির জন্য তার সার্বিক তাত্পর্য হলো তার বিশ্বস্ততা। এটাই চীনের বাণিজ্যিক সংস্কৃতির ঐতিহ্য। পুরানো মার্কার শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নের বিরাট বাস্তব তাত্পর্য থাকবে।"

    পুরানো প্রতিষ্ঠানের সুনাম হলো এক সোনার সাইনবোর্ড। কিন্তু অব্যাহতভাবে চেষ্টা না করলে এই সোনার সাইনবোর্ড বা সুনাম বজায় রাখা সম্ভব হবে না। আসলে আজকাল চীনের অনেক নামকরা পুরানো মার্কার কোম্পানি টিকে থাকার জন্যেই হিমসিম খাচ্ছে।এমন-কি বেশ কিছু পুরানো প্রতিষ্ঠান বাজার অর্থনীতির জোয়ারে ভেসে গিয়ে বিলীন হয়ে গেছে । চীনে রয়েছে ৫ হাজার পুরানো মার্কার কোম্পানি। তবে বাজারে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখী হয়ে এই সব পুরানো কোম্পানি নানা অসুবিধায় পড়ছে। যেমন, উদ্ভাবনের ক্ষমতার অপ্রতুলতা এবং বাজার উন্নয়নের দুর্বল সামর্থ্য ইত্যাদি।

    পেইচিং ছিয়েনসিয়াংয়ি রেশমি কাপড়ের দোকান ১৮৩০ সালে প্রতিষ্ঠিত হয়। এর সুনাম বিদেশেও ছড়িয়ে পড়েছে। ছিয়েনসিয়াংয়ি রেশমি কাপড়ের দোকান শতাধিক বছর ধরে বরাবরই "খাঁটিপণ্য এবং ন্যায্য দাম" নীতিতে অবিচল । পিকিং ওপেরার গ্র্যাণ্ড মাস্টার মেইলানফাং প্রমুখ বিখ্যাত লোক এই দোকানের নিয়মিত খদ্দের। ছিয়েনসিয়াংয়ি রেশমি কাপড় কোম্পানি এক সময় পেইচিং, থিয়েনচিন এবং জাপানের ওসাকা ইত্যাদি শহরে ২৭টি শাখা দোকান খুলেছিল। তবে বিগত ৫০ বছরে চীনের অর্থনীতির বিভিন্ন পর্বে ,যেমন রাষ্ট্রীয় ও ব্যক্তিগত অর্থনীতির যৌথ প্রতিষ্ঠান এবং পরিকল্পনা অর্থনীতির সময়পর্ব, এবং বর্তমান কালের লিমিটেট কোম্পানি ব্যবস্থার প্রবর্তন ইত্যাদি সময়পর্বে ছিয়েনসিয়াংয়ি কোম্পানির বর্তমান অবস্থা মোটেই আশাব্যঞ্জক নয়। ছিয়েনসিয়াংয়ি কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার কাও শেংছাং বলেছেন, "এই দীর্ঘ সময়পর্বে মোটামুটি বলতে গেলে আমাদের ব্যবসা খুব ভাল নয়, বরং ক্রমেই অবনতি হচ্ছে। পুরানো কোম্পানির পুরানো কর্মীর সংখ্যা বেশি । তাদের অবসরভাতা ইত্যাদি খাতে কোম্পানির বোঝা খুব ভারি। ব্যবস্থার সংস্কার সাধিত হবার পর কোম্পানির কর্মীরা শেয়ারধারী হয়েছেন, কিন্তু আসলে আমাদের পুঁজি অপেক্ষাকৃতভাবে কম। আমাদের উন্নযনের বেশ কিছু পরিকল্পনা আছে , তবে বর্তমানে উন্নয়নের অবস্থা সন্তোষজনক নয়।"

    শুধু ছিয়েনসিয়াংয়ি কোম্পানিই নয়, অন্য একটি পুরানো কোম্পানিও একই অবস্থায় পড়েছে। এটি হলো ওয়াংমাচি কাঁচি কারখানা। কারখানাটির ইতিহাস ৩৫২ বছর দীর্ঘ। চীনের কাঁচি শিল্পে এই কারখানা এক সময় অর্ধেক বাজার দখল করেছিল। কিন্তু নানা বাস্তব কারণে এই কারখানা ২০০৩ সালে দেউলিয়া হবার কথা ঘোষণা করতে বাধ্য হয়।

    চীনের সামাজিক বিজ্ঞান একাডেমির অর্থনীতি গবেষণাকেন্দ্রের গবেষক ইয়াংছুনস্যুয়ে মনে করেন, সাম্প্রতিক বছরগুলোতে পুরানো মার্কার কোম্পানির অবনতির প্রধান কারণ উদ্ভাবনের ক্ষমতার অভাব। পুরানো কোম্পানি তাদের মার্কা ব্যবহার করে নতুন নতুন শিল্পক্ষেত্রে সম্ভাবনাময় নতুন নতুন দ্রব্য সৃষ্টি বা উত্পাদন করতে পারে নি। তিনি বলেছেন, " পুরানো মার্কার কোম্পানির নিজের ভাল উন্নয়ন নিশ্চিত করার জন্য বাজার প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে হবে। তবে অসুবিধায় পড়ার নানা কারণ আছে। বাস্তব অবস্থা অনুযায়ী নিজের সংস্কারের পদ্ধতি প্রণয়ন করতে হবে। বেশ কিছু রাষ্ট্রায়ত্তশিল্পপ্রতিষ্ঠান সাফল্যের সঙ্গে নিজের সংস্কার সাধন করতে পেরেছে। পুরানো মার্কার কোম্পানিরও উচিত এই অভিজ্ঞতা থেকে শেখা।"

    পুরানো মার্কার কোম্পানিগুলোর উন্নয়নের বিরাট সম্ভাবনা আছে বলে চীনের সরকার আর বেসরকারী সংগঠন তাদের ওপর ক্রমেই বেশি গুরুত্ব আরোপ করছে।সম্প্রতি চীনের বাণিজ্য মন্ত্রণালয় পুরানো মার্কার কোম্পানির পুনরুদ্ধারের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মূল্যবান পুরানো মার্কা পুনরায় সনাক্ত করা এবং প্রচারের মাধ্যমে তাদের নতুন করে সুপরিচিত করা খুবই প্রয়োজন। পুরানো মার্কার কোম্পানির উচিত ঐতিহ্যিক সংস্কৃতি ও শিল্পের কলাকৌশল উত্তরাধিকারসূত্রে গ্রহণ করা এবং উত্কর্ষসাধন করা। বিশেষ করে ব্যবস্থাপনার নতুন পদ্ধতি সৃষ্টি করতে হবে, মার্কার প্রাধান্য আরও ভাল করে কাজে লাগাতে হবে।

    চীনের উপ বাণিজ্যমন্ত্রী চাং চিকাং বলেছেন,

    " আমাদের দাবি এই যে, সকল 'পুরানো মার্কার কোম্পানির দরকার তার ব্যবস্থার সংস্কার সাধন করা এবং আধুনিক শিল্পপ্রতিষ্ঠানের ব্যবস্থা গড়ে তোলা। পুরানো ধ্যানধারণার পরিবর্তন করতে হবে, ব্যবস্থাপনার নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করতে হবে। আধুনিক মানদণ্ড অনুযায়ী পণ্য উত্পাদন ও পরিসেবা করতে হবে। এ ক্ষেত্রে সরকার বিপুল সমর্থন দেবে। আমার বিশ্বাস, এইভাবে পুরানো মার্কার কোম্পানিগুলোর নতুন বিকাশ ও সমৃদ্ধি অর্জিত হবে।"

    পরিকল্পনা অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় ৩ বছরের মধ্যে এক হাজারটি "পুরানো মার্কার চীনা কোম্পানি" নতুন করে সনাক্ত করবে। সরকার অনুকূল নীতি প্রণয়ন করে তাদের সমর্থন করবে, যাতে পুরানো মার্কার ঐতিহ্যিক পণ্যদ্রব্যের উত্পাদন ও ব্যবসার আরও উন্নয়ন ঘটানো যায়। উন্নয়নের জন্য বিদেশের বাজারেও প্রবেশ করতে হবে এবং নতুন যুগের নতুন খদ্দেরদের ভিন্ন রুচি অনুযায়ী নতুন ধরনের পণ্যদ্রব্য উত্পাদন ও সরবরাহ করতে হবে।