v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-07-10 15:52:05    
০৩---১০ জুলাই, ২০০৬

cri
ওয়েন চিয়া পাও: চীন ও ভারত প্রতিদ্বন্দ্বী নয় , অংশীদার

৪ জুলাই পেইচিংয়ে সফররত ভারতের লোক সভার স্পীকার সোমনাথ চ্যাটার্জীর সঙ্গে সাক্ষাত করার সময়ে ওয়েন চিয়া পাও এই কথা বলেছেন । তিনি বলেন , চীন ও ভারত তাদের সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূণ সম্পর্ক যে বজায় রাখছে এবং পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা যে চালিয়ে যাচ্ছে , তা এশিয়া তথা বিশ্বের শান্তি ও সমৃদ্ধির পক্ষে হিতকর । বর্তমানে চীন-ভারতের সম্পর্কের ওপর যেসব জল্পনা-কল্পনা চলছে , তা দুই দেশের ভিত্তিকে বিচলিত করতে পারবে না ।

চ্যাটার্জী বলেছেন , চীনের সঙ্গে ভারতের সম্পর্কোন্নয়ন হচ্ছে ভারতের ক্ষমতাসীন ও বিরোধী দলের সকল পার্টির অভন্ন উপলব্ধি ।ভারত বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে তাদের সহযোগিতা আরো সম্প্রসারণ করতে ইচ্

উ পাং কুওঃ চীন ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা গভীর করতে ইচ্ছুক

  ৩ জুলাই পেইচিংয়ে সফররত ভারতের লোকসভার স্পীকার সোমনাথ চ্যাটার্জির সঙ্গে বৈঠক করার সময়ে উ পাং কুও বলেছেন, চীন ও ভারতের সম্পর্ক উন্নয়ন করা দু'দেশ আর দু'দেশের জনগণের অভিন্ন স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ, এশিয়া এবং বিশ্বের শান্তি, স্থিতিশীলতা আর উন্নয়নের জন্য হিতকর। চীনের জাতীয় গণ কংগ্রেস ভারতের সংসদের দুই সভার সঙ্গে মিলিতভাবে বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের বাস্তব সহযোগিতা , চীন ও ভারতের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক ত্বরান্বিত করতে ইচ্ছুক।

চ্যাটার্জি বলেছেন, ভারত ভালোভাবে দু'দেশের স্বাক্ষরিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা সংক্রান্ত মতৈক্য কার্যকরী করবে, অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রভৃতি ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা আরো জোরদার করবে, দু'দেশের সম্পর্কের সার্বিক ও গভীর উন্নয়ন ত্বরান্বিত করবে।

চীন আর ভারতের ' রেশম পথ উন্মুক্তহচ্ছে ৬ জুলাই

৬ জুলাই চীন আর ভারত আবার তিব্বতের শিগাসে অঞ্চলের য়াডং জেলার সঙ্গে সংলগ্ন ভারত- সিকিম অংশের নাতুলাপাস সীমান্ত বাজার পুন:উন্মুক্ত করবে। যার ফলে বিগত ৪০ বছর ধরে বিছিন্ন এই সীমান্তের বাণিজ্যিক পথ আবার চালু হবে।

নাতু লাপাস তিব্বত -ভারত সীমান্তে অবস্থিত। এই জায়গার উচ্চতা সমুদ্র-পৃষ্ঠ থেকে ৪৫০০ ,মিটারেরও বেশী। এই জায়গা তিব্বতের রাজধানী লাসা আর ভারতের উপকূলীয় শহর কলকতা থেকে মাত্র চার থেকে পাঁচ শো কিলোমিটার দূরে। এক সময় এটা যেমন ' রেশম পথের' দক্ষিণাংশের প্রধান পথ ছিল তেমনি চীন আর ভারতের মধ্যে প্রধান স্থল বাণিজ্য পথ ছিল। বিংশ শতাব্দীর প্রথম দিকে চীন-ভারত সীমান্তের তত্কালীণ বাণিজ্যের মোটমূল্যের ৮০ শতাংশের বেশী ছিল এ সীমান্ত পথে ।

সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করেন, নাতু লাপাস পুন:উন্মুক্ত করা চীন-ভারত সীমান্ত বাণিজ্য সম্প্রসারণের অনুকূল।

চীন ও ভারত নাতু লাপাস সীমান্ত বাণিজ্য পথ আবার চালু করেছে

৪৪ বছর পর, স্থানীয় সময় ৬ জুলাই সকালে চীন ও ভারত নাতু লাপাস সীমান্ত বাণিজ্য পথ আবার চালু করেছে।

ভারতের সিকিম প্রদেশের মূখ্য মন্ত্রী পবন কুমার ছামলিং সীমান্ত বাণিজ্য পথ চালু অনুষ্ঠান পরিচালনা করেছেন। চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলেরচেয়ারম্যান ছিয়াংবা পুনছগ, ভারতে চীনের রাষ্ট্রদূত সুন ইয়ুশি অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

বাংলাদেশের জাতীয় পার্টির প্রতিনিধিদল চীনে

চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান হো লু লি ৫ জুলাই পেইচিংয়ে বাংলাদেমের জাতীয় পার্টির চেয়ারম্যান , সাবেক প্রেসিডেন্ট হসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত্ করেছেন ।

একজন তিব্বতী কর্মকর্তাঃতিব্বত ইতিহাসের উত্তম স্থিতিশীল উন্নয়নপর্বে রয়েছে

পিপলস ডেইলী পত্রিকার বৈদেশিক সংখ্যার খবরে জানা গেছে , চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পার্টি কমিটির ভাইস চেয়াম্যান তুপদান তসেওয়াং ৫ জুলাই লাসায় বলেছেন, এখন তিব্বতের অর্থনীতি বিকাশ লাভ করছে এবং জনগণ সুখ- শান্তিতে জীবনযাপন করছেন । তিব্বত ইতিহাসের উত্তম স্থিতিশীল উন্নয়নপর্বে রয়েছে ।

প্রণালী দুপারের সংবাদদাতাদের দেয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন , সাম্প্রতিক দশাধিক বছর ধরে তিব্বতের মোট জাতীয় উত্পাদনমূল্য বছরে ১০ শতাংশ হারে বাড়ছে । ছিংহাই-তিব্বত রেলপথ চালু হওয়ায় তিব্বত ও মাতৃভূমির অন্যান্য অঞ্চলের মধ্যে ব্যবধান অনেক কমেছে । এটা পরবর্তীকালে তিব্বতের অর্থনীতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । রেলপথ তিব্বতের অর্থনৈতিক নির্মাণকাজে প্রয়োজনীয় নানা উপকরণ পরিবহণের মূল্য বহুলাংশে কমাবে , ছিংহাই-তিব্বত রেলপথের আশেপাশে তিব্বতের কৃষি. পশুপালন ও তৃতীয় শিল্পের উন্নয়নকে সামনে এগিযে নিয়ে যাবে এবং তিব্বতের বৈশিষ্ট্যসম্পন্ন স্তম্ভ শিল্প- পর্যটন শিল্পের গুণমান ও কার্যকরীতা জোরদার করবে ।

তুপদান তসেওয়াং বলেছেন , এখন গোটা কাঠামোগত দিক থেকে তিব্বতের যোগোযোগ ব্যবস্থার সঙ্গে অন্যান্য এলাকার পার্থক্য নেই । সড়ক , রেলপথ , বিমান চলাচল সবই রয়েছে । তিব্বত বর্তমানের অনুকূল সুযোগ আকড়ে ধরে আর্থ-সামাজিক উন্নয়ন ত্বারান্বিত করবে ।

চীনের কানসু প্রদেশের প্রাকৃতিক সুরক্ষা অঞ্চলের বন্য পান্ডারঅবস্থা ভাল

উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশের পাইসুইচিয়াং রাষ্ট্রীয় পর্যায়ের প্রাকৃতিক সুরক্ষা অঞ্চলের শতাধিক বন্য পান্ডার অবস্থা অত্যন্ত ভাল ।

২ লক্ষ ২০ হাজার হেক্টর আয়তনের সুরক্ষা অঞ্চলটি চীনের বৃহত্তম বড় পান্ডা অধ্যুষিত প্রাকৃতিক সুরক্ষা অঞ্চল । বিশেষজ্ঞরা বলেছেন , সম্প্রতি তারা লক্ষ্য করেছেন যে , তিন বছর আগের তুলনায় এখন এই সুরক্ষা অঞ্চলে বেশি সংখ্যক বড় পান্ডারতত্পরতার চিহ্ন পাওয়া গেছে । এদের মধ্যে শিশু পান্ডা, যুবক পান্ডা, বয়স্ক পান্ডাএবং বৃদ্ধ পান্ডার অনুপাত যথাযথ।

এখন বিশ্বে মাত্র ১৫৯০টি বন্য বড় পান্ডা, ১৮৩টি পালিত পান্ডাআছে । ২০ শতাব্দীর ৬০-এর দশকে চীনে প্রথমবড় পান্ডার প্রাকৃতিকসুরক্ষা অঞ্চল প্রতিষ্ঠিত হয় । এখন সারা চীনে মোট ৫৫টি পান্ডা সুরক্ষা অঞ্চল প্রতিষ্ঠিত হয়েছে ।

যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে মোট ৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে

মার্কিন হোয়াইট হাউসের মুখপাত্র টোনি স্নো ৩ জুলাই ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে ৫ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রি করবে। এর মধ্যে রয়েছে ৩৬টি এফ-১৬ যুদ্ধ বিমান।

স্নো বলেছেন, পাকিস্তান হলো ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্র। সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের নিবিড় সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। এবারকার অস্ত্র বিক্রি পরিকল্পনা থেকে পাকিস্তানের কাছে যুক্তরাষ্ট্রের দীর্ঘকালীণ সম্পর্ক উন্নয়নের ইচ্ছা দেখা গেছে।

ভারত ও দঃ কোরিয়া মমুদ্রের দূষণ নিয়ন্ত্রণের যৌথ মহড়া

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ৫ জুলাই প্রকাশিত ইস্তাহার থেকে জানা গেছে, ভারত ও দক্ষিণ কোরিয়ার নৌসেনা ভারতের পূর্ব উপকূলীয় ছেনাই অঞ্চলের জলসীমায় পাঁচ-দিন-ব্যাপী যৌথ মহড়া চালাবে। এই মহড়ার প্রধান লক্ষ্য হলো তেল নিঃসরণের অবস্থায় সমুদ্র দূষণ নিয়ন্ত্রণ করার পদ্ধতি যাচাই করা।

ইস্তাহারে বলা হয়েছে, যৌথ মহড়া চলার সময়ে দু'দেশের নৌসেনা তেলের নিঃসরণ নিয়ন্ত্রণ করার জন্য কাঠের বেড়া রেখেছে। তারা নিঃসৃত তেল নির্ধারিত জলসীমায় আটকে রেখে যন্ত্রপাতি দিয়ে তা সমুদ্রের পানি থেকে পৃথক নেয়ার চেষ্টা করছে। বাকি তেল জৈব পদ্ধতিতে দূষণমুক্ত করা হবে।

এটা ভারত ও দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় যৌথ মহড়া, তা ৭ জুলাই শেষ হবে।

ভারত সাফল্যের সঙ্গে "অগ্নি-৩" নামে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে

৯ জুলাই ভারত ওড়িষ্যা রাজ্যের হুয়ীলার দ্বীপে সাফল্যের সঙ্গে 'অগ্নি--৩' নামে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।

  ভারতের পিটিআই বার্তা সংস্থার খবরে জানা গেছে, 'অগ্নি-৩' নামে ক্ষেপণাস্ত্র হচ্ছে ভারতের নিজের তৈরি অস্ত্র। এর পাল্লা ৩৫০০ কিলোমিটার পর্যন্ত। এ ক্ষেপনাস্ত্র এক টন ওজনের পরমাণু ওয়ারহেড বহন করতে পারে।

 গত এক বছরে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ভারত-মার্কিন বেসামরিক পরমাণু শক্তি সংক্রান্ত চুক্তির উপর নেতিবাচক প্রভাব ফেলার আশঙ্কা বিবেচনা করে ভারত এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা দু'বার পিছিয়ে দিয়েছিল।

হাসপাতালে নেপালের প্রধানমন্ত্রীর শপথ

নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা ৪ জুলাই কাঠমান্ডুর একটি হাসপাতালে শপথগ্রহণের ঘোষণায় স্বাক্ষর করে শপথগ্রহণ করেছেন ।

৪ জুলাই বিকেলে সংসদে নেপালী কংগ্রেসের চেয়ারম্যান ৮৪ বছর বয়সী কৈরালা আবার শপথগ্রহণ করার এবং সংসদে পূর্ণাঙ্গঅধিবেশনে সরকারের বার্ষিক রাজনৈতিক নীতি ও পরিকল্পনা দাখিল করার কথা ছিল । কিন্তু ৩ জুলাই বুকে ব্যথা হওয়ায় তাকে কাঠমান্ডুর এক হৃদরোগ চিকিত্সা কেন্দ্রে পাঠানো হয় ।

ইসরাইল ফিলিস্তিনের যুদ্ধ বিরতি প্রস্তাবে অস্বীকার করেছে

ফিলিস্তিন স্বশাসন সরকারের প্রধান মন্ত্রী , ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন-হামাসের নেতা ইসমাইল হানিয়া ৮ জুলাই ফিলিস্তিন আর ইসরাইলের উদ্দেশ্যে বর্তমানে গাজা অঞ্চলে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ করা এবং আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সংকট নিরসনের পথ অন্বেষণ করার আহবান জানিয়েছেন ।

তিনি জোর দিয়ে বলেছেন যে , ফিলিস্তিন সরকার কুটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে বর্তমান সংঘর্ষ নিরসন করার জন্য প্রচেষ্টা চালাবে । একই দিন তিনি বিশ্ব সমাজের উদ্দেশ্যে ইসরাইলে আটককৃত ফিলিস্তিনীদের ওপর মনোযোগ দেয়ার আহবান জানিয়েছেন এবং সম্প্রতি ইসরাইল ফিলিস্তিন সরকারের যে সব কর্মকর্তা ও সংসদ সদস্যদের গ্রেফতার করেছে , তিনি তাদের মুক্তি দেয়ার দাবিও জানিয়েছেন ।

ইসরাইলী সরকার একই দিন হানিয়ার প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে এবং ফিলিস্তিনকে সর্বপ্রথমে আটককৃত ইসরাইলী সৈনিককে মুক্তি দিতে হবে বলে মত প্রকাশ করেছে ।

লারিজানি-সোলানা ইরানের পরমাণূ সমস্যা সংক্রান্ত বৈঠক

ইরানের প্রধান আলোচনা প্রতিনিধি আলি লারিজানি ও ই ইউ'র কূটনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উচ্চপদস্থ প্রতিনিধি জাভিয়ের সোলানা ৬ জুলাই রাতে ব্রুসেল্সে বৈঠক করেছেন, কিন্তু দু'পক্ষ বৈঠকের বিস্তারিত বিষয়বস্তু প্রকাশ করে নি।

বৈঠক ১১ জুলাই প্যারিসে অনুষ্ঠিতব্য ইরান-ই ইউ আলোচনার উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে। লারিজানি বৈঠকের আগে বলেছেন, ইরান আন্তরিক মনোভাব নিয়ে অব্যাহতভাবে আলোচনা করবে। কিন্তু তিনি ইরান কখন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানী ছয় দেশের নতুন প্রস্তাবের ওপর সাড়া দেবে তা ব্যাখ্যা করতে অস্বীকার করেছেন। তিনি শুধু বলেছেন, তিনি সোলানার সঙ্গে ১১ জুলাই এ সমস্যা নিয়ে আলোচনা করবেন।

সংশ্লিষ্ট দেশের নেতারা অব্যাহতভাবে উত্তর কোরিয়া ক্ষেপনাস্ত্র নিক্ষেপের সমস্যা নিয়ে আলাপ-পরামর্শ করছেন

উত্তর কোরিয়া ৫ জুলাই কয়েক ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করার পর চীন আর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র আর দক্ষিণ কোরিয়ার নেতারা ৬ জুলাই টেলিফোনে অব্যাহতভাবে বর্তমান কোরীয় উপদ্বীপের পরিস্থিতি নিয়ে আলাপ-পরামর্শ করেছেন।

চীনের প্রেসিডেন্ট হু চিনথা বলেছেন বর্তমানে জটিল পরিস্থিতিতে বিভিন্ন পক্ষের শান্তি আর সংযম বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ।

বুশ বলেছেন, যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে কূটনৈতিক উপায়ে কোরীয় উপদ্বীপের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি বজায় রাখবে এবং চীনের সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছুক।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মু হিউন বলেছেন, উত্তর কোরিয়া ক্ষেপনাস্ত্র নিক্ষেপ হল একটি গুরুতর প্ররোচনা, দক্ষিন কোরিয়া আর যুক্তরাষ্ট্র চীন, জাপান ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ আলাপ-পরামর্শের মাধ্যমে এ সমস্যা সমাধান করবে।

একই দিন, রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন ওয়েবসাইটে উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র নিক্ষেপের ওপর হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের উচিত বিভিন্ন পক্ষের গ্রহণযোগ্য প্রস্তাব সম্পাদিত হওয়ার জন্যে সুযোগ সৃষ্টি করা।

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের কোরিয়া-জাপান কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিককরণ বৈঠক বিষয়ক প্রতিনিধি সোং ইলহো ৭ জুলাই পিংইয়ংয়ে বলেছেন , উত্তর কোরিয়া " উত্তর কোরিয়া-জাপান পিংইয়ং ঘোষণা"র মর্মবস্তুকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং পরবর্তীকালে ঘোষণাটি পালন করার জন্যে প্রচেষ্টা চালাতে থাকবে ।