পেইচিং অলিম্পিক গেমসে আবহাওয়া পূর্বাভাস পরিসেবা বিষয়ক ২০০৬ সালে অনুশীলনের একটি কার্যক্রম ৮ জুলাই পেইচিংয়ে অনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ।
জানা গেছে , ২০০৬ সালে এই অনুশীলণের কার্যক্রম অনুযায়ী , এক, ৮ থেকে ১২ জুলাই পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান ও প্রতিযোগিতায় আবহাওয়া পূর্বাভাস পরিসেবা বিষয়ক চর্চা আর মশাল দিয়ে রিলে প্রতিযোগিতা চর্চার আয়োজন করা হবে । দুই, জরুরী গণ-স্বাস্থ্যহানি, দুর্ঘটনা মোকাবিলা আর নিরাপদ আবহাওয়া পূর্বাভাস পরিসেবা নিশ্চিত করার ক্ষেত্রের চর্চার আয়োজন করা হবে ।
পেইচিং শহরের আবহাওয়া ব্যুরোর পরিচালক সিয়ে ফু বলেছেন , চর্চাকালে আবহাওয়া বিভাগ আবহাওয়া পরিবর্তনের ওপর নিবিড়ভাবে দৃষ্টি রাখবে তত্ত্ববধান করবে এবং আবহাওয়া পূর্বাভাসের সামর্থ্য বাড়ানোর প্রচেষ্টা চালাবে ।
|