দু'দিনব্যাপী ইরাকের নিকটবর্তি দেশসমূহের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন ৮ জুলাই তেহরাণে উদ্বোধন হয়েছে। অংশগ্রহণকারী প্রতিনিধিরা ইরাকের নিরাপত্তা এবং ইরাকে মোতায়েন যৌথ বাহিনী প্রত্যাহারের পরিকল্পনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন।
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট বহুশসমূহের প্রতি ইরাকের নতুন সরকারকে সমর্থন দেয়া এবং ইরাকের স্থিতিশীলতা ও শান্তি পুনরুদ্ধারের প্রয়াস চালানোর জন্য আহ্বান জানিয়েছেন। তিনি তার ভাষণে বলেছেন, ইরাক সমস্যা হচ্ছে বর্তমানে বিশ্বের একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।
জানা গেছে, ইরান, মিসর, জর্দান, কুয়েত,ইরাক,সৌদী আরব, সিরিয়া, তুরস্ক ও বাহরাইন ইত্যাদি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এই সম্মেলনে উপস্থিত ছিলেন। জাতিসংঘ, আরব লীগ, ইসলামি সম্মেলন সংস্থার উচ্চ কর্মকর্তাগণও এবারকার সম্মেলনে উপস্থিত ছিলেন।
|