চীন ও জাপান ষষ্ঠ দফা পূর্ব সাগর সমস্যা সংক্রান্ত বৈঠক ৯ জুলাই পেইচিংয়ে শেষ হয়েছে। দু'পক্ষ পূর্ব সাগরে যোগাযোগ করার হট লাইন ব্যবস্থা গড়ে তোলার ওপর মতৈক্যে পৌঁছেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দু'পক্ষ বৈঠকে অভিন্ন উন্নয়নের ওপর নিজেদের মধ্যে মত বিনিময় করেছে। যদিও দু'পক্ষের মধ্যে ব্যাপক মতভেদ রয়েছে। তবে এ বারের বৈঠক হচ্ছে কল্যাণকর ও বাস্তব ধর্মী।
জাপান ও চীন ষষ্ঠ দফা পূর্ব সাগর সমস্যা সংক্রান্ত বৈঠক ৮ জুলাই পেইচিংয়ে শুরু হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের পরিচালক হু চেং ইউয়ে এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়া ব্যুরোর পরিচালক কেনিছিরো সাসায়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন।
|