চীনের এইডস প্রতিরোধ তহবিল ৭ জুলাই পেইচিংয়ে এইডজ প্রতিরোধ বিষয়ক একটি গণ-কল্যাণ অভিযান চালু করেছে । এই অভিযান চালানোর জন্য এইডস প্রতিরোধ বিষয়ক জ্ঞান জনপ্রিয় করা হবে এবং জনসাধারণের মধ্যে এইডস রোগের দ্রুত সংক্রমণ রোধ করা হবে ।
চীনে এই অভিযান চালানোর জন্য শিল্প প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ১০ লক্ষ ইউয়ান অনুদান পাওয়া গেছে । এই সব অর্থ চীনের ১০টি বড় ও মাঝারি শহরে এইডস প্রতিরোধ সংক্রান্ত জ্ঞান প্রচার করার জন্য আলোকচিত্র প্রদর্শনীতে ব্যবহার করা হবে , জনসাধারণের মধ্যে বিনা খরচে এইডস প্রতিরোধ বিষয়ক প্রচার পুস্তক ও প্রয়োজনীয় সামগ্রী বিলি করা হবে এবং এইডস রোগের কবল থেকে তাদের রেহাই পাওয়ার জ্ঞানকে বাড়ানো হবে ।
জানা গেছে , বর্তমানে চীনে এইডস ভাইরাসবহনকারী ও এইডস রোগীদের সংখ্যা সাড়ে ছ'লক্ষে দাঁড়িয়েছে । গত কয়েক বছরে চীনে এইডস রোগের সংক্রমণ দ্রুত বিস্তৃত হচ্ছে ।
|