৭ থেকে ৮ জুলাই পেইচিংয়ে চীনের রাষ্ট্রীয় পরিষদের উদ্যোগে সমগ্র দেশের জরুরী ব্যবস্থাপনার কাজকর্ম সংক্রান্ত একটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে । অধিবেশনে বিভিন্ন-স্তরের সরকারের উদ্দেশ্যে জরুরী মোকাবিলা কার্যক্রম আরো পূর্ণাঙ্গ ও বাস্তবায়িত করে তোলা এবং জরুরী ব্যবস্থাপনার সামর্থ্য বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে ।
চীনে প্রায়শঃই নানা রকম গণ-স্বাস্থ্যহানির ঘটনা ঘটছে । কিন্তু এই ক্ষেত্রে জরুরী ব্যবস্থাপনার কাজ এখনো দুর্বল । সুতরাং বিভিন্ন- স্তরের গণ-স্বাস্থ্যহানি ঘটনা প্রতিরোধ ও মোকাবিলা করার সামর্থ্যকে আরো উন্নত করতে হবে । অধিবেশনে বলা হয়েছে , বিভিন্ন- স্তরের সরকারকে জরুরী মোকাবিলা ব্যবস্থার নির্মাণকাজ আরো গভীর করতে হবে , গণ-স্বাস্থ্যহানি ঘটনা মোকাবিলা বিষয়ক আইনবিধি প্রণয়নের কাজ জোরদার করতে হবে এবং জরুরী মোকাবিলা ব্যবস্থা নেয়ার জন্য ব্যবহার্য সরঞ্জাম ও প্রযুক্তিগত মান পর্যায়ক্রমে উন্নত করতে হবে ।
|