এই বছরের শুরুতেই চীনের গাড়ির চাহিদা অব্যাহতভাবে বাড়ছে । উত্পাদনের পাশাপাশি বিক্রির পরিমাণও দ্রুতভাবে বৃদ্ধি পেয়েছে । ৭ জুলাই চীনের গাড়ি শিল্প পরিষদের সর্বশেষ পরিসংখ্যাণ থেকে জানা গেছে, এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত চীনের গাড়ি উত্পাদন ও বিক্রির পরিমাণ উভয় ক্ষেত্রেই ৩৫ লক্ষ ছাড়িয়ে গেছে, আগের চেয়ে তা ৩০ শতাংশ বেশী ।
এর মধ্যে সিড্যান গাড়ির উত্পাদন ও বিক্রির পরিমাণ দ্রুতভাবে বেড়েছে , আগের চেয়ে তা ৫০শতাংশ বৃদ্ধি পেয়েছে । সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন বর্তমানে চীনের গাড়ি বাজারে দাম বৃদ্ধির প্রতিযোগিতা আরেকবার শুরু হয়েছে, কিন্তু কিছু শিল্পপ্রতিষ্ঠানের গাড়ি সঞ্চয় বাড়ানোর জন্যে, এই বছরের শেষার্ধে গাড়ির উত্পাদনের চেয়ে বিক্রির পরিমাণ অনেক কম হওয়ায় এ বছরের শেষার্ধে গাড়ির উত্পাদন ও বিক্রি বাড়ানোর প্রবণতা কমে যাবে ।
পয়লা জুলাই থেকে চীন ডাব্লিউ.টি.ওতে অংশগ্রহণ করার পর গাড়ি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের শুল্ক কমানোর প্রতিশ্রুতি সম্পূর্ণভাবে বাস্তবায়ন করেছে । চীনের গাড়ির বাজার সার্বিকভাবে উন্মুক্ত পর্যায়ে প্রবেশ করেছে ।
|