চীন ও জাপানের ষষ্ঠ পূর্ব সাগর সমস্যা সংক্রান্ত বৈঠক ৮ জুলাই পেইচিংয়ের ডিয়াও ইউ থাই রাষ্ট্রীয় অতিথি হোটেলে শুরু হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের পরিচালক হু চেং ইউয়ে এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়া ব্যুরোর পরিচালক এই বৈঠকে উপস্থিত ছিলেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইউ ৪ জুলাই এবারকার বৈঠকের ওপর সংবাদদাতাদের সাক্ষাত্কার দেয়ার সময় বলেছেন, চীন মনে করে, মত বিরোধ দূর করে অভিন্ন উন্নয়নের লক্ষে পূর্ব সাগরের স্থিতিশীলতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক সুরক্ষা করা কল্যাণকর। চীন জাপানের সঙ্গে সংলাপের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়গুলো ধাপে ধাপে সমাধান করতে ইচ্ছুক।
চীন ও জাপান ২০০৪ সালের অক্টোবর, ২০০৫ সালের মে, ২০০৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত এবং ২০০৬ সালের মার্চ ও মে মাসে পাঁচ দফা পূর্ব সাগর সমস্যা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
|