মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে বেশী ভোট পাওয়া ক্ষমতাসীন ন্যাশনাল অ্যাকশন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ফিলিপ কালডোরান ৭ জুলাই সংবাদ-মাধ্যমকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উপর অব্যাহতভাবে মনযোগ দেয়া হবে।
তিনি আরো বলেছেন, চীন বিশ্বের সবচেয়ে বেশী জনসংখ্যার দেশ বলেই তার অর্থনীতি প্রতি বছর দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। চীনের অর্থনীতি মেক্সিকোর অর্থনীতির উন্নয়নে বৃহত্ সুযোগ এনে দিয়েছে।
এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, তাঁর নেতৃত্বাধীন মেক্সিকোর নতুন সরকার সক্রীয় ও দায়িত্বশীল পররাষ্ট নীতি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবে। মেক্সিকো অন্য দেশের ওপর হস্তক্ষেপ না করা, মানবাধিকারকে সম্মান করা ইত্যাদি মৌলিক নীতির প্রতি অব্যাহতভাবে অবিচল থাকবে। এবং মেক্সিকো শক্তিসম্পদ ও পরিবেশ সুরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রের আন্তর্জাতিক প্রতিশ্রুতি মেনে চলবে।
|