উত্তর চীনের হোপেই প্রদেশের জিজে জেলা চীনের প্রথম মরিচ ওয়েবসাইট প্রতিষ্ঠা করেছে। এর ফলে সেখানকার উত্পাদিত মরিচ নাম করা হয়েছে এবং বিদেশে বিক্রি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ চীনের কুয়াংশি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের কৃষিজাত দ্রব্য ইন্টারনেটের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন রেনমিনপি বিক্রি হয়েছে। স্থানীয় কৃষকরা সরাসরি ২২০ কোটি ইউয়েন মুনাফা পেয়েছেন ।
বর্তমানে অধিক থেকে আরো অধিকতর চীনা কৃষক ইন্টারনেটের মাধ্যমে কৃষির ওপর জ্ঞান এবং ধনী হওয়ার তথ্য অর্জন করছে। চীন তথ্যায়নের ভিত্তিতে ধীরে ধীরে কৃষির আধুনিকায়নের দিকে যাচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে চীনে প্রায় ৬৪০০টি কৃষি সম্পর্কিত ওয়েবসাইট আছে । এই ওয়েবসাইটগুলো শাকসব্জি, ফল এবং হাঁস-মুরগী ইত্যাদি দ্রব্যের সরবরাহ বা চাহিদার তথ্য সরবরাহ করে। তথ্য শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন , পরবর্তী পাঁচ বছরে তাঁরা গ্রামীণ তথ্য হাইস্পিড পথ প্রতিষ্ঠা করবেন, তাতে চীনের ৮০ কোটির বেশি কৃষকরা নিজের গ্রামে ওয়েবসাইটের সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।
|