চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়া ইয়ু ৬ জুলাই পেইচিংয়ে বলেছেন , চীন ফিলিস্তিন-ইসরাইল পরিস্থিতির অবনতি হওয়ার জন্য উত্কন্ঠিত । চীন আশা করে ইসরাইল যত তাড়াতাড়ি সম্ভব ফিলিস্তিনের ওপর তার অবরোধ তুলে নেবে ।
চিয়াং ইয়ু বলেছেন , চীন ফিলিস্তিনের মানবিক অবস্থার অবনতি হওয়ার ওপর অত্যন্ত গুরুত্ব দেয় । চীন ইসরাইলের প্রতি পরিস্থিতিকে আরো অবনতি করার আচরণ বন্ধ করার আহ্বান জানিয়েছে , চীন ফিলিস্তিনের সংশ্লিষ্ট সংস্থার প্রতি যত তাড়াতাড়ি সম্ভব জিম্মিকে মুক্তি দেয়া এবং সমস্যা সমাধানের জন্য শর্ত যুগানোর আহ্বানও জানিয়েছে । তিনি বলেছেন , আন্তর্জাতিক সমাজের উচিত বর্তমান পরিস্থিতি উন্নয়ন করার জন্য প্রচেষ্টা চলানো এবং সংলাপের মাধ্যমে দু'পক্ষের সংকট মোকাবেলা ত্বরান্বিত করা ।
|