v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-07-06 19:23:50    
চীনের সবচেয়ে দীর্ঘতম সড়ক সেতু কোনটি এবং এ সেতুর ইতিহাস কি?

cri
চীনের সবচেয়ে দীর্ঘতম সড়ক সেতু কোনটি এবং এ সেতুর ইতিহাস কি?

প্রশ্নকর্তাঃ বাংলাদেশের পটুয়াখালী জেলার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিলহাস আহমেদ জুয়েল

উঃ চীনের সবচেয়ে দীর্ঘতম সড়ক সেতুর নাম হচ্ছে ওয়েনচৌ সেতু। ১৯৯৮ সালের ২৬ মে ওয়েনচৌ সেতু চালু হয়। ওয়েনচৌ সেতু হচ্ছে চীনের রাষ্ট্রীয় পরিষদ অনুমোদিত হেইলোংচিয়াংয়ের থোংচিয়াং থেকে হাইনান প্রদেশের সানইয়া উপকূলীয় জাতীয় মহা সড়কের এক গুরুত্বপূর্ণ এক অংশ, জাতীয় পরিবহন মন্ত্রণালয় ও চেচিয়াং প্রদেশের প্রধান প্রকল্প। ওয়েনচৌ সেতু ওয়েনচৌ শহরের পরিবহন অবস্থার উন্নত এবং শহরাঞ্চলে আধুনিকীকরণ পরিবহন নেট প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।

ওয়েনচৌ সেতুর পুরো দৈর্ঘ্য ১৭ হাজার ১শ মিটার । তার সেতু অংশের দৈর্ঘ্য ৬৯৭৭ মিটার । এটা হচ্ছে বর্তমানে চীনের দীর্ঘতম সড়ক সেতু।

চীনে সর্ববৃহত্ বৌদ্ধ মন্দির কোনটি? চীনে কতগুলি বৌদ্ধ মন্দির আছে?

প্রশ্নকর্তাঃ ভারতের পশ্চিম বঙ্গের বর্দ্ধমান জেলার হটুদেওয়ান নাগের পাড়ার অজয় কুমার সরকার

উঃ বৌদ্ধ ধর্ম প্রায় খৃষ্টপূর্ব প্রথম শতাব্দিতে চীনে প্রবেশ করে, খৃষ্টীয় চতুর্থ শতাব্দির পর চীনে সম্প্রসারিত হয় এবং ধাপে ধাপে চীনের বৃহত্তম প্রভাবশালী ধর্মে পরিণত হয়। চেবাং মন্দির হচ্ছে তিব্বতী বৌদ্ধধর্মের গেলু পন্থীর তিনটি বৃহত্তম মন্দিরের অন্যতম এবং বিশ্বের বৃহত্ মন্দির। চেবাং মন্দির লাসা শহরের পশ্চিম দিকের ১০ হাজার মিটারের গেনপেইউ পাহাড়ে অবস্থিত। সমুদ্র সমতল থেকে ৩৮০০ মিটার উচু। এর আয়তন প্রায় ২ লক্ষ বর্গমিটার। মন্দিরের ভিতরে ৭টি মঠ আছে। ১৪১৬ সালে মন্দিরের নিমার্ণ কাজ শুরু হয়। সে সময় মন্দিরের নাম ছিল বাইতেং চেবাং মন্দির। পরে বর্তমান নাম পরিবর্তিত হয়।

বর্তমানে চীনে উন্মুক্ত বৌদ্ধ ধর্ম মন্দিরের সংখ্যা ১৩ হাজার। বৌদ্ধধর্ম ইন্সটিটিউটের সংখ্যা ৩৩ আর বৌদ্ধ ধর্মের পত্রিকার সংখ্যা প্রায় পঞ্চাশে দাঁড়িয়েছে।

বর্তমান চীন দেশের প্রধানমন্ত্রীর নাম কি?

প্রশ্নকর্তাঃ বাংলাদেশের বগুড়া জেলার বালিয়াদিঘীর এস এম আবু সায়দ

উঃ ওয়েন চিয়া পাও হচ্ছেন চীনের বর্তমান প্রধানমন্ত্রী। ১৯৪২ সালের সেপ্টেম্বর মাসে তিনি থিয়েনচিন শহরে জন্ম গ্রহণ করেন। ১৯৬৫ সালের এপ্রিল চীনের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। ১৯৬৭ সালের সেপ্টেম্বর চাকরী শুরু করেন। পেইচিং ভূতত্ত্ব ইন্সটিটিউটের ভূতাত্ত্বিক গঠনপ্রণালী থেকে স্নাতক হন। স্নাতকোত্তর ও ইনজিনিয়ার । তিনি চীনের ভূতত্ত্ব ও খনি উপ-মন্ত্রী, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের পরিচালক ও চীনের উপ-প্রধানমন্ত্রী ছিলেন।

চীনের সর্বপ্রথম প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির নাম কি? বাংলাদেশের ঝিনাইদহ জেলার হরিপুরের সোনার বাংলা রেডিও ক্লাবের পরিচালক এ এইচ এম গোলাম রসুল জানতে চেয়েছেন, চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই কতসালে ইন্তেকাল করেন?

প্রশ্নকর্তাঃ বাংলাদেশের গোপালগঞ্জ জেলার বেতার বন্ধু শ্রোতা সংঘের ফারিন জুয়েল, নবাবগঞ্জ জেলার গোপিনাথপুর গ্রামের মোঃ কামরুজ্জামান

উঃ নয়া চীনের সর্বপ্রথম প্রধানমন্ত্রীর নামঃ চৌ এন লাই, সর্বপ্রথম প্রেসিডেন্ট মাও ছে তুং। চৌ এন লাই ছিলেন মহা সর্বহারা-শ্রেণীর বিপ্লবী, রাজনীতিবিদ, সমরবিদ্ ও কূটনীতিক, চীনের কমিউনিস্ট পার্টি ও চীন গণ প্রজাতন্ত্রের অন্যতম প্রধান নেতা, চীনা গণ মুক্তি ফৌজের অন্যতম প্রতিষ্ঠিতা। ১৮৯৮ সালের ৫ মার্চ তিনি চিয়াংসু প্রদেশে জন্ম গ্রহণ করেন। ১৯৭৬ সালের ৮ জানুয়ারী পেইচিংয়ে মারা যান।