জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এ মাসের পালাক্রমিক চেয়ারম্যান , ফ্রান্সের স্থায়ী প্রতিনিধি জেনমার্ক রোচেরিউ ডে লা সাবলিয়ের ৫ জুলাই নিউইয়র্কেজাতিসংঘ সদর দপ্তরে সংবাদমাধ্যমকে বলেছেন , নিরাপত্তা পরিষদে এ মাসের মাঝামাঝি সময়ে পরবর্তী জাতিসংঘ মহাসচিব প্রার্থীর উপর প্রথম দফা ভোট নেয়া হবে ।
তিনি বলেছেন , আগের প্রণালী অনুযায়ী নিরাপত্তা পরিষদের সদস্যদেশগুলোর গোপনীয় ভোট নেয়ার পদ্ধতির মাধ্যমে মহাসচিবের পদ-প্রার্থী নির্বাচিত হবেন , তার পর জাতিসংঘ সাধারণ পরিষদে ভোট নেয়ার মাধ্যমে তা গৃহীত হবে । তিনি বলেছেন , নিরাপত্তা পরিষদ আশা করে যে , সেপ্টেম্বর মাসের শেষ দিকে বা অক্টোবর মাসের প্রথম দিকে জাতিসংঘ সাধারণ পরিষদে চূড়ান্ত প্রার্থীর নাম দাখিল করা হবে । এই ভাবে নতুন মহাসচিব কমপক্ষে তিন মাসের সময়ে পরবর্তী কাজের জন্যে প্রস্তুতিনিতে পারবেন ।
বর্তমান মহাসচিব কফি আনানের দ্বিতীয় পাঁচ বছরের কার্যমেয়াদ আগামী ৩১ ডিসেম্বর সম্পন্ন হবে ।
|