মার্কিন উপপররাষ্ট্র মন্ত্রী ক্রিস্টোফার হিল ৭ জুলাই পেইচিংয়ে পৌঁছবেন । তিনি চীনের উপপররাষ্ট্র মন্ত্রী উ তা ওয়ের সঙ্গে বর্তমান পরিস্থিতি এবং ৬ পক্ষীয় বৈঠক আবার শুরু করার বিষয় নিয়ে মত বিনিময় করবেন ।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু ৬ জুলাই পেইচিংয়ে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন । তিনি বলেন , চীন কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা নিয়ে মার্কিন পক্ষের সঙ্গে যোগাযোগ ও পরামর্শ জোরদার করতে এবং সম্মিলিতভাবে৬ পক্ষের বৈঠক অবিলম্বে আবার শুরু করা আর এশিয়ার ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি , স্থিতিশীলতা ও উন্নয়নের জন্যে প্রচেষ্টা চালাতে ইচ্ছুক ।
|