৪৪ বছর পর, স্থানীয় সময় ৬ জুলাই সকালে চীন ও ভারত নাতু লাপাস সীমান্ত বাণিজ্য পথ আবার চালু করেছে।
ভারতের সিকিম প্রদেশের মূখ্য মন্ত্রী পবন কুমার ছামলিং সীমান্ত বাণিজ্য পথ চালু অনুষ্ঠান পরিচালনা করেছেন। চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলেরচেয়ারম্যান ছিয়াংবা পুনছগ, ভারতে চীনের রাষ্ট্রদূত সুন ইয়ুশি অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
ছামলিং বলেন, সীমান্ত বাণিজ্য পথ আবার চালু এই অঞ্চলের অর্থনীতির উন্নয়নের অনুকূল। এটা হচ্ছে একটি বাণিজ্য পথ এবং একই সময় একটি সাংস্কৃতিক পথ। ফলে ভারত-চীন সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত হবে।
সুন ইয়ুশি আশা করেন, সীমান্ত বাণিজ্য পথ আবার চালু হওয়া দু'দেশের সম্পর্ক ত্বরান্বিত করবে।
নাতু লাপাস গিরিসংকট চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের ইয়াতোং জেলা ও ভারতের সিকিম এলাকার সীমান্তে অবস্থিত এবং চীন-ভারতের প্রধান সীমান্ত বাণিজ্য পথ। কিন্তু ১৯৬২ সালে চীন-ভারত সীমান্ত সংঘর্ষ হবার পর, নাতু লাপাস সীমান্ত দু'দেশের বাহিনী নিয়ন্ত্রিত হয়। বাণিজ্যিক পথ তারের জাল দিয়ে বন্ধ করে দেয়া হয়।
|