চীনের অর্থ মন্ত্রণালয় ৬ জুলাই ঘোষণা করেছে যে , ২০০৬ সালের ১ জুলাই থেকে চীন সেনেগাল ও আফগানিস্তানের উত্পাদিত আংশিক পণ্যদ্রব্যকে শুন্য শুল্কসুবিধা দিচ্ছে । এ পর্যন্ত মোট ৩৩টি উন্নয়নমুখীদেশের আংশিক পণ্যদ্রব্য চীনের শুন্য শুল্কসুবিধা পেয়েছে ।
সম্প্রতি চীন সরকার যথাক্রমে আফগানিস্তান ও সেনেগাল সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চীন কর্তৃক তাদের আংশিক রপ্তানী পণ্যদ্রব্যকে শুন্য শুল্ক সুবিধা দেয়ার চুক্তি স্বাক্ষর করেছে । বেনিন সহ ২৭টি আফ্রিকান দেশের যে সব পণ্যদ্রব্যকেচীন শুন্য শুল্ক সুবিধা দিয়েছে সেনেগাল ও আফগানিস্তানের প্রায় একই ধরণের পন্যদ্রব্যগুলো চীনের শুন্য শুল্ক সুবিধা পাবে । তাছাড়া , আফগানিস্তানের অন্য কিছু পণ্যদ্রব্যও শুন্য শুল্ক সুবিধা পাবে । চীন ইয়েমেন সহ ৪টি এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের দেশের যে পণ্যদ্রব্যগুলোকে শুন্য শুল্ক সুবিধা দিয়েছে আফগানিস্তানের প্রায় একই ধরণের পণ্যদ্রব্যগুলোকেওচীন এই শুন্য শুল্ক সুবিধা দেবে ।
|