পিপলস ডেইলী পত্রিকার বৈদেশিক সংখ্যার খবরে জানা গেছে , চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পার্টি কমিটির ভাইস চেয়াম্যান তুপদান তসেওয়াং ৫ জুলাই লাসায় বলেছেন, এখন তিব্বতের অর্থনীতি বিকাশ লাভ করছে এবং জনগণ সুখ- শান্তিতে জীবনযাপন করছেন । তিব্বত ইতিহাসের উত্তম স্থিতিশীল উন্নয়নপর্বে রয়েছে ।
প্রণালী দুপারের সংবাদদাতাদের দেয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন , সাম্প্রতিক দশাধিক বছর ধরে তিব্বতের মোট জাতীয় উত্পাদনমূল্য বছরে ১০ শতাংশ হারে বাড়ছে । ছিংহাই-তিব্বত রেলপথ চালু হওয়ায় তিব্বত ও মাতৃভূমির অন্যান্য অঞ্চলের মধ্যে ব্যবধান অনেক কমেছে । এটা পরবর্তীকালে তিব্বতের অর্থনীতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । রেলপথ তিব্বতের অর্থনৈতিক নির্মাণকাজে প্রয়োজনীয় নানা উপকরণ পরিবহণের মূল্য বহুলাংশে কমাবে , ছিংহাই-তিব্বত রেলপথের আশেপাশে তিব্বতের কৃষি. পশুপালন ও তৃতীয় শিল্পের উন্নয়নকে সামনে এগিযে নিয়ে যাবে এবং তিব্বতের বৈশিষ্ট্যসম্পন্ন স্তম্ভ শিল্প- পর্যটন শিল্পের গুণমান ও কার্যকরীতা জোরদার করবে ।
তুপদান তসেওয়াং বলেছেন , এখন গোটা কাঠামোগত দিক থেকে তিব্বতের যোগোযোগ ব্যবস্থার সঙ্গে অন্যান্য এলাকার পার্থক্য নেই । সড়ক , রেলপথ , বিমান চলাচল সবই রয়েছে । তিব্বত বর্তমানের অনুকূল সুযোগ আকড়ে ধরে আর্থ-সামাজিক উন্নয়ন ত্বারান্বিত করবে ।
|