কনফুসিয়াস ইন্স্টিটিউটগুলোর সম্মেলন ৬ জুলাই পেইচিংয়ে শুরু হয়েছে । অন্যান্য দেশের চীনা ভাষা অধ্যয়ণকারীদের আরো বেশি সুযোগ-সুবিধা দেয়ার জন্যে চীন সরকার তার সাধ্যমতো কনফুসিয়াস ইন্সটিটিউটগুলোর কাজকর্মে সমর্থন দানের আশ্বাস দিয়েছে ।
চীনের বহুমুখী জাতীয় শক্তি ও আন্তর্জাতিক মর্যাদা বাড়ার সঙ্গে সঙ্গে বিদেশে চীনা ভাষা শেখার চাহিদা দ্রুত বেড়েই চলেছে । ২০০২ সাল থাকে চীন বিদেশে চীনা ভাষা জনপ্রিয় করে তোলার সংগঠন স্থাপন করতে শুরু করে । পরবর্তীকালে এসব সংগঠনের নামকরণ করা হয় কনফুসিয়াস ইন্সটিটিউট । এ পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশে ৮০টি কনফুসিয়াস ইন্সটিটিউট স্থাপিত হয়েছে ।
এবারের সম্মেলনে চীনের রাষ্ট্রীয় কাউনসিলার ম্যাডাম ছেন চি লি ভাষণ দেয়ার সময়ে বলেছেন , কনফুসিয়াস ইন্সটিটিউটগুলো স্থানীয় সংগঠনের সঙ্গে সহযোগিতা করে শিক্ষাক্রম চালাচ্ছে এবং বিভিন্ন দেশের চালচলনের ওপর সম্মান প্রদর্শন করছে । এসব ইন্সটিটিউট ইতোমধ্যে বিদেশী চীনা ভাষা অধ্যয়ণকারীদের চীনা ভাষা শেখার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ।
বিদেশে কনফুসিয়াস ইন্সটিটিউট স্থাপনের পর থেকে এবারের দুদিনব্যাপী সম্মেলন হচ্ছে প্রথম বিশ্বব্যাপী সম্মেলন । পৃথিবীর বিভিন্ন স্থানের ৫০০ প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিয়েছেন । সম্মেরনেতারা কনফুসিয়াস ইন্সটিটিউট খোলার অভিজ্ঞতা বিনিময় করবেন ।
|