রুশ সংসদের নিম্নকক্ষ দুমায় ৫ জুলাই নতুন সংশোধিত সন্ত্রাস দমন আইন গৃহীত হয়েছে এবং সন্ত্রাস দমন করার জন্য প্রেসিডেন্টকে সশস্ত্র বাহিনী বিদেশে পাঠানোর অধিকার দিয়েছে ।
দুমায় নিরাপত্তা কমিশনের প্রেসিডেন্ট সেরগেই ভাসিলয়েভ বলেছেন , প্রেসিডেন্ট বিদেশে সন্ত্রাস দমনে বাহিনীকে পাঠানোর আগে ফেডারেল কমিশনকে জানাতে হবে । তবে সৈন্যের সংখ্যা , সন্ত্রাস দমনের স্থান ও সময় জানানোর দরকার নেই ।
রাষ্ট্রীয় দুমা সেদিন ফৌজদারী মামলা আইনের সংশোধনও গ্রহণ করেছে । সেরগেই ভাসিলয়েভ মনে করেন , আইনের সংশোধন রাশিয়ার বিভিন্ন বিভাগের দেশ বিদেশে কার্যকরভাবে সন্ত্রাস দমনের জন্য সহায়ক ।
|