চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু বলেছেন , চীন আশা করে বিভিন্ন পক্ষ কোরীয় উপদ্বীপের পরিস্থিতি আরো জটিল করার আচরণ করবে না ।
৫ জুলাই ভোরে উত্তর কোরিয়া পরীক্ষামূলকভাবে কয়েকটি ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে । ৬ জুলাই চিয়াং ইয়ু পেইচিংয়ে একটি সংবাদ সম্মেলনে সংবাদদাতার প্রশ্নের উত্তরে বলেছেন , চীন এর ওপর অত্যন্ত গুরুত্ব দেয় । বর্তমানে চীন সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও পরামর্শ করছে । চীন আশা করে সংশ্লিষ্ট পক্ষ সংযম বজায় রাখবে এবং কোরীয় উপদ্বীপ ও উত্তর-পূর্ব এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রয়াস চালাবে ।
মুখপাত্র আরো বলেছেন , কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার নীতি অনুযায়ী চীন কোরীয় উপদ্বীপ সমস্যার সমাধান চায় । সংলাপ ও পরামর্শ হল সমস্যা সমাধানের কার্যকর পদ্ধতি । তিনি আশা করেন সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করা যাবে , তা বিভিন্ন পক্ষের অভিন্ন স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ ।
|