গত বুধবার ফ্রান্সের সুয়েজ গোষ্ঠী ও চীনের শাংহাই রাসায়নিক শিল্প অঞ্চলের সহযোগিতায় গঠিত শিল্প ক্ষেত্রে পানি সরবরাহ ও বর্জ্য পানির বিশুদ্ধিকরণ সংক্রান্ত গবেষণা ও উন্নয়ন সংগঠন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে । বিশ্বের শক্তিশালী পানি বিষয়ক কোম্পানি এই প্রথম চীনের গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে তার পুঁজি বিনিয়োগ করেছে ।
সুয়েজ গোষ্ঠী হচ্ছে ফ্রান্সের বৃহত্তম পানি বিষয়ক কোম্পানি । তার রয়েছে বিশ্বের সবচেয়ে বড়স পরিবেশ গবেষণা কেন্দ্র । চীনের শাংহাই রাসায়নিক শিল্প অঞ্চল হচ্ছে বিশ্ব পর্যায়ের একটি রাসায়নিক ও তেল শিল্প পার্ক । সুয়েজ গোষ্ঠী ইতোমধ্যে এই শিল্প পার্কের জন্যে ৫০ বছরব্যাপী পানি বিষয়ক পরিসেবার প্রটোকল লাভ করেছে ।
এখন চীনে শক্তি সম্পদের সাশ্রয় ও পরিবেশ সুরক্ষার কাজকে একটি গুরুত্বপূর্ণ স্থান দেয়া হচ্ছে বলে চীনে বিশ্ব পরিবেশ শিল্পের শক্তিশালী কোম্পানির বাণিজ্যিক সুযোগ নিরন্তর বাড়ছে ।
|