৬ জুলাই সকালে চীন ও ভারত নাতু লাপাস সীমান্ত বাণিজ্য পথ আবার চালু করেছে। এর ফলে ৪৪ বছর থাকা বাণিজ্যিক পথটি পুণরায় উন্মুক্ত হলো।
নাতু লাপাস গিরিসংকট চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের ইয়াতোং জেলা ও ভারতের সিকিম এলাকার সীমান্তে অবস্থিত এবং চীন-ভারতের প্রধান সীমান্ত বাণিজ্যিক পথ।
কিন্তু ১৯৬২ সালে চীন-ভারত সীমান্ত সংঘর্ষ হবার পর, নাতু লাপাস সীমান্ত দু'দেশের বাহিনী নিয়ন্ত্রিত হয়। বাণিজ্যিক পথ তারের জাল দিয়ে বন্ধ করে দেয়া।
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল ও ভারতের সিকিম এলাকার কর্মকর্তারা এই বাণিজ্য পথ পুণরায় চালু করার জন্য ফিতা কেটেছেন। একই দিন দু'দেশ আলাদা আলাদাভাবে রেনছিংকাং সীমান্ত বাজার ও ছাংকু বাজার উন্মুক্ত করেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, নাতু লাপাস গিরিসংকট উন্মুক্ত করা চীন ও দক্ষিণ এশিয়ার মধ্যে বড় যোগাযোগ পথ গড়ে তোলা ও চীন-ভারত সীমান্ত বাণিজ্য সম্প্রসারণের অনুকূল।
|