ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ৫ জুলাই প্রকাশিত ইস্তাহার থেকে জানা গেছে, ভারত ও দক্ষিণ কোরিয়ার নৌসেনা ভারতের পূর্ব উপকূলীয় ছেনাই অঞ্চলের জলসীমায় পাঁচ-দিন-ব্যাপী যৌথ মহড়া চালাবে। এই মহড়ার প্রধান লক্ষ্য হলো তেল নিঃসরণের অবস্থায় সমুদ্র দূষণ নিয়ন্ত্রণ করার পদ্ধতি যাচাই করা।
ইস্তাহারে বলা হয়েছে, যৌথ মহড়া চলার সময়ে দু'দেশের নৌসেনা তেলের নিঃসরণ নিয়ন্ত্রণ করার জন্য কাঠের বেড়া রেখেছে। তারা নিঃসৃত তেল নির্ধারিত জলসীমায় আটকে রেখে যন্ত্রপাতি দিয়ে তা সমুদ্রের পানি থেকে পৃথক নেয়ার চেষ্টা করছে। বাকি তেল জৈব পদ্ধতিতে দূষণমুক্ত করা হবে।
এটা ভারত ও দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় যৌথ মহড়া, তা ৭ জুলাই শেষ হবে।
|