সি আর আই তোমাকে জানায়
পৃথিবীর আনাচে কোনাচে ফোটা
সকল জাতি ও বিজাতি ও দেশি বিদেশী
ফুলে অকৃত্রিম শুভেচ্ছা
তুমি আমার বন্ধু বটে
তুমার কাছ থেকে পাই
এই পৃথিবীর টুকি টাকি
খবরা খবর যা কিছু ঘটে
কনকনে শিতে দেশিও
নকশি কথো মুড়ি দিয়ে
ছোট যন্ত্র রেডিওর
মিটার ঘুরিয়ে ঘুরিয়ে
ভাঙ্গা ভাঙ্গা কন্ঠে মধুর
কথপকথনে নানা রংঙ্গে গড়া
অনুষ্ঠান মালা মন দিয়ে শুনে
আমার দুই শ্রবন ইন্দ্রয়র মাধ্যমে
তোমার জীবন যাত্রা হোক আরও দীর্ঘ
আশা করি মনে প্রাণে তুমি হবে
সবার শীর্ষে সবার উপর।
---মোঃ হারুন আর রশীদ (বাবু) ,বাংলাদেশ , ঢাকা
|