ইতালির আনসা বার্তা সংস্থার মঙ্গলবারের খবরে প্রকাশ , ইউরোপীয় বৈদেশিক সমিতি এ অভিমত ব্যক্ত করেছে যে, ইইউ চীন ও ভিয়েতনামের তৈরি জুতার ওপর কোটা ব্যবস্থা জারি করলে শেষ পর্যন্ত ইউরোপের ব্যবসায়ী ও ক্রেতাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে ।
ইউরোপের আমদানিকারক ও খুচরা ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী এই সংগঠন মনে করে যে, চীন ও ভিয়েতনামের তৈরি জুতার ওপর কোটা ব্যবস্থা জারি করলে, তা ইউরোপের আমদানিকারক ও খুচরা ব্যবসায়ীদের স্বার্থের ওপর গুরুতরভাবে আঘাত হানবে ।
জানা গেছে, ইইউ চীন ও ভিয়েতনামের তৈরি জুতার ওপর কোটা ব্যবস্থা জারি করতে প্রস্তুত রয়েছে ।
|