৫ জুন চীনের বেসরকারী পরিবেশ রক্ষা সংস্থাছিংহাই-তিব্বত রেলপথ পরিবেশ রক্ষার স্বেচ্ছাসেবক সংগ্রহেরআমন্ত্রণ জানানোর পর থেকে ৫ জুলাই পর্যন্ত চীনের বিশাধিক প্রদেশ ও শহরের ৭০০ লোক এ তত্পরতায় অংশগ্রহণে নাম দিয়েছেন ।
ছিংহাই-তিব্বত রেলপথের গোলমুদ- থেকে লাসা পর্যন্ত অংশ ১ জুলাই পুরোপুরি চালু হয়েছে । রেলপথ নির্মাণেরপরিবেশ রক্ষায়১৫৪ কোটি রেনমিনপি বিনিয়োগ করা হয়েছে । তিব্বতে যাতায়াতকারী যাত্রীদের পরিবেশ রক্ষার বোধ অনবরতভাবে বাড়ানোর জন্যে সংস্থাটি সারা দেশে স্বেচ্ছাসেবক সংগ্রহ করছে এবং ১০ জুলাই রেলগাড়িতে প্রবেশ করে যাত্রীদের কাছে পরিবেশ রক্ষার গুরুত্ব প্রচার করবে ।
সংস্থাটির একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন , যারা স্বেচ্ছাসেবক নির্বাচিত হন তাদের গুণমান অপেক্ষাকৃত উচু । তাদের যেমন পরিবেশ রক্ষার জ্ঞান, বোধ ও স্বেচ্ছাসেবকের বোধ আছে তেমনি ছিংহাই-তিব্বত মালভূমির ভৌগলিক অবস্থা সম্পর্কেও জ্ঞান আছে ।
|