তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের চেয়ারম্যান সিয়াংবাপিংছো বলেছেন , ছিংহাই-তিব্বত রেলপথ চালু হওয়ার পর স্বাভাবিকবাবেই বাইরে থেকে বেশি লোক তিব্বতে আসা যাওয়া করবেন । এটা তিব্বতের প্রাকৃতিক পরিবেশের উপর প্রতিকূল প্রভাব ফেলবে না ।
৪ জুলাই লাসায় বিদেশী সাংবাদিকদের জন্যে অনুষ্ঠিত এক সংবাদ-সম্মেলনে তিনি বলেছেন , ১ জুলাই ছিংহাই-তিব্বত রেলপথ আনুষ্ঠানিকভাবে চালু হওয়ায় পর্যটন শিল্প তিব্বতের এক স্তম্ভশিল্পে পরিণত হবে । অনুমান অনুযায়ী রেলপথ চালু হওয়ার পর বিমান ও সড়ক পরিবহন মিলে দিনে প্রায় ৫ হাজার পর্যটক তিব্বতে আসবেন । তিনি বলেছেন , যারা রেলগাড়িতে করে তিব্বতে প্রবেশ করেন তাদের মধ্যে বেশির ভাগ হলেন পর্যটক ও ব্যবসায়ী। তিব্বতে স্থায়ীভাবে বসবাস করতে চান এমন লোক অত্যন্ত কম । তাই এটা যেমন তিব্বতের নাগরকিদের উপর তেমনি পরিবেশ রক্ষার উপর বেশি চাপ ফেলবে না ।
তিনি বলেছেন , চীন সরকার তিব্বতের প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্যে ৩৮.৭ বিলিয়ন রেনমিনপি বিনিয়োগ করা সহ ধারাবাহিক ব্যবস্থা নিয়েছে ।
|