সম্প্রতি সংগঠকরা ঘোষণা করেছে যে, ২০০৭ সালে চীনে অনুষ্ঠিতব্য নারীদের বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতি কাজ সুষ্ঠুভাবে চলছে। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান সেপ জোসেফ ব্লাট্টার বলেছেন, ২০০৭ সালে নারীদের বিশ্বকাপ ফুটবলের সাফল্য সম্পর্কে তার আস্থা রয়েছে। এবারকার প্রতিযোগিত চীনের সাংহাইসহ পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে, মোট ১৬টি দল ফাইনাল পর্যায়ের খেলায় অংশ নেবে।
২ জুলাই তুরস্কে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নবম ভারোত্তলন চ্যাম্পিয়শীপের তৃতীয় দিনে চীনা ভারোত্তলন দল চার বিভাগে ১১টি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছে। বর্তমানে চীনা দল মোট ২৮টি স্বর্ণপদক এবং ৮টি রৌপ্যপদক অর্জন করেছে। এবারকার চ্যাম্পিয়নশীপ ৩০ জুন উদ্বোধন হয়েছে, ২৭টি দেশ ও অঞ্চলের ১৪০জনেরও বেশি খেলোয়াড় এতে অংশ নিচ্ছেন।
চীনের জাতীয় পুরুষ বাস্কেটবল দল ৩ জুলাই ইতালিতে অনুষ্ঠিত চারটি দেশের প্রতিযোগিতার সর্বশেষ খেলায় চীন ৫৫:৭৮ পয়েন্ট ইতালির কাছে হেরে প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে। এবারকার প্রতিযোগিতায় চীনের জাতীয় পুরুষ বাস্কেটবল দলের প্রধান লক্ষ্য হল আগস্ট মাসের শেষ দিকে জাপানে অনুষ্ঠিতব্য পুরুষদের বিশ্ব চ্যাম্পিয়শীপের জন্যে অনুশীলন করা।
দক্ষিণ চীনের শহর শেনচেন সম্প্রতি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্রীড়া ফেডারেশনের সচিবালয়ে ২০১১ সালে ২৬তম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গ্রীষ্মকালীন গেমস আয়োজনের জন্যে আবেদন করেছে। শেনচেন ছাড়াও ক্যানাডার এডমনটন ও চীনা শহরে তাইপেইসহ পাঁচটি শহর আনুষ্ঠানিকভাবে নিজ নিজ এই মেগস আয়োজনের জন্যে আবেদন জানিয়েছে। সর্বশেষ উদ্যোক্তা শহরের নাম ২০০৭ সালের জানুয়ারী মাসে প্রকাশিত হবে।
২০০৭ সাল টুর ডে ফ্রান্স সাইকলিং প্রতিযোগিতা পয়লা জুলাই উত্তর-পূর্ব ফ্রান্সের স্ট্রাসবার্গ উদ্বোধন হয়েছে। বিশ্বের ২০টি দলের ১৭৬জন ক্রীড়াবিদ ৩৬৫৭কিলোমিটার পথ অতিক্রম করে ২৩ জুলাই প্যারিসে পৌঁছাবেন। টুর ডে ফ্রান্স সাইকলিং প্রতিযোগিতা হচ্ছে বিশ্বে সবচেয়ে উল্লেখযোগ্য সড়ক সাইকলিং প্রতিযোগিতা।
ফর্সুলা ওয়ান গ্রাঁ পি চ্যাম্পিয়শীপের যুক্তরাষ্ট্র ধাপ ২ জুলাই সমাপ্ত হয়েছে। ফেরারি দলের জার্মান ক্রীড়াবিদ মিশেল শুমাখের এ ধাপে চ্যাম্পিয়ন হন। মোট পয়েন্টের দিক থেকে দ্বিতীয় হন। রেনোল্ট দলের স্পেনের ক্রীড়াবিদ ফের্নানডো আলোন্সো প্রথম হন। রিনল্ট দলও প্রথম হয়।
স্থানীয় সময় ৩ জুলাই চারটি গ্র্যান্ড সলামেরর একটি ব্রিটেনের ওয়ম্বলডন ওপনের নারীদের এককের চতুর্থ রাউন্ডে চীনা ক্রীড়াবিদ লি না ২:১ সেটে চেকের ক্রীড়াবিদ নিকোল ভাইডিসোভাকে পরাজিত করে, কোয়ার্টার ফাইনালে উঠেছেন। গ্র্যান্ড স্লামের ইতিহাসে চীনের ক্রীড়াবিদদের সর্বশেষ্ঠ সাফল্য সৃষ্টি করেছেন।
প্রতিযোগিতায় লি না প্রথম গেমে ৪:৬ সেটে ব্যর্থ হয়েছেন, কিন্তু পরে তিনি একটানান ৬:১ আর ৬:৩ সেটে দশ নম্বর সীড ক্রীড়াবিদ নিকোল ভাইডিসোভাকে পরাজিত করেছেন। লি না ওয়ম্বলেডন ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তিনি চীনা ক্রীড়াবিদ চেংচিয়ের সাফল্য ছাড়িয়ে গিয়েছেন। চেং চিয়ে ২০০৪ ফ্রান্স ওপেনে শেষ ১৬'র লড়াইতে উঠেছিলেন।
২০০৬ সালের জার্মানী বিশ্বকাপ ফুটবলে পয়লা জুলাই শেষ চারটি দল সেমিফাইনালে উঠেছে। তারা হল জার্মানী, ইতালি, পর্টুগাল ও ফ্রান্স।
৩০ জুন অনুষ্ঠিত জার্মানী বিশ্বকাপ ফুটবলে বর্তমান পর্যন্ত সবচেয়ে গুরুতর সহিংস ঘটনা ঘটেছে। জার্মানী ও আর্জেনটিনার খেলোয়াড়দের মধ্যে খেলার শেষে সংঘর্ষ ঘটেছে, এতে বহু খেলোয়াড় যোগ দিয়েছে। এর মধ্যে আর্জেনটিনার খেলোয়াড় লীনড্র কুফ্রিকে লাল কার্ড দেখানো হয়েছে, জার্মানীর খেলোয়াড় টোর্স্তেন ফ্রিংসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে যে, আগামী খেলায় যোগ দেয়ার নিষিদ্ধ করা হয়েছে। সর্বশেষ টাই ব্রেকারে জার্মানী ৪:২ গোলে আর্জেনটিনাকে পরাজিত করেছে।
২ জুন ইংল্যান্ড দলের ক্যাপটেইন ব্যাকহাম ইংল্যান্ড-পর্টুগাল প্রতিযোগিতায় ব্যর্থ হওয়ার পর ঘোষণা করেছেন, তিনি দলের ক্যাপটেইনের পদ ত্যাগ করেছেন। এর আগে ছয় বছরে তিনি ইংল্যান্ড দলের ক্যাপটেইন পদে নিযুক্ত হন। কিন্তু তিনি বলেছেন, তিনি অব্যাহতভাবে ইংল্যান্ড দলে । ব্রিটেনের তথ্য মাধ্যম ও ইংল্যান্ড দলসহ বিভিন্ন মহল এর জন্যে দুঃখ প্রকাশ করেছে।
স্থানীয় সময় ৪ জুলাই ডোর্টমুন্ডের ওয়েস্টফালেন স্টেডিয়ামে জার্মানী বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে ইতালি ২:০ গোলে জার্মানীকে পরাজিত করেছে।
দুই দল ৯০ মিনিটে কোনো গোল করতে পারে নি, এক্সট্রা খেলায় ইতালির ফাবিও গ্রোসো ও আলেস্সানড্রো দেল পিয়েরো ১১৮মিনিটে ও ১২০ মিনিটে দুই গোল করেছেন, ফলে ইতালি জার্মানীকে পরাজিত করেছে।
ইতালি দল স্থানীয় সময় ৯ জুলাই ফ্রান্স-পর্তুগাল সেমি ফাইনালের বিজয়ী দলের সঙ্গে ফাইনালে প্রতিযোগিতা করবে।
পর্টিগাল ও ফ্রান্স পেইচিং সময় ৬ জুলাই ভোর তিনটায় মিউনিকের ফিফা বিশ্বকাপ স্টেডিয়ামে মুখোমুখি হবে।
|